Uttam Kumar: 'প্রচণ্ড গায়ের জোর ছিল...', মহানায়ক উত্তমকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?

Uttam Kumar - Aparna Sen: অভিনেত্রী যেসময় উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন বেশ কিছু বিষয় উপলব্ধ করেছিলেন তিনি। যেমন...? সৌমিত্র চট্টোপাধ্যায় যে আলাদা মানুষ সেকথা আগেই জানিয়েছিলেন অপর্ণা, কিন্তু উত্তম বাবু, সকলের মনের মহানায়ক তিনি কেমন ছিলেন?

Uttam Kumar - Aparna Sen: অভিনেত্রী যেসময় উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন বেশ কিছু বিষয় উপলব্ধ করেছিলেন তিনি। যেমন...? সৌমিত্র চট্টোপাধ্যায় যে আলাদা মানুষ সেকথা আগেই জানিয়েছিলেন অপর্ণা, কিন্তু উত্তম বাবু, সকলের মনের মহানায়ক তিনি কেমন ছিলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparna sen-uttam

Uttam Kumar: অপর্ণা কী বললেন তাঁকে নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

Uttam Kumar Unknown Stories: উত্তম মানেই সেই লাজুক হাসি, আর উত্তম মানেই এমন এক মিষ্টতা - যেই মানুষটির প্রেমে বহু মানুষ বহুবার পড়েছেন। সবথেকে বড় কথা, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই মানুষটির প্রেমে পড়েছেন। কিন্তু, ভীষণ আদুরে এই মানুষটির যে গায়ের জোড়ের কথা এভাবে বলে বসবেন অপর্ণা, সেকথা কেউ ভাবতেও পেরেছিলেন?

Advertisment

অপর্ণা সেনকে এককথায় স্টাইলিস্ট অভিনেত্রী বলা চলে। অভিনেত্রী হিসেবে যেমন তিনি আইকনিক, ঠিক তেমনই তিনি  পরিচালক হিসেবেও অনবদ্য। আর অভিনেত্রী যেসময় উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন বেশ কিছু বিষয় উপলব্ধ করেছিলেন তিনি। যেমন...? সৌমিত্র চট্টোপাধ্যায় যে আলাদা মানুষ সেকথা আগেই জানিয়েছিলেন অপর্ণা, কিন্তু উত্তম বাবু, সকলের মনের মহানায়ক তিনি কেমন ছিলেন? অপর্ণার সঙ্গেই বা তাঁর ইকুয়েশন কেমন ছিল?

অভিনেত্রী জানান, তাঁকে বেশ সম্মান করতেন তিনিই। অপর্ণা যেটা বলতেন, সেটাই শুনতেন। এবং, তারপরই উত্তমের জন্য আলাদাই সম্মান বেড়ে যায় অপর্ণার। তিনি বলেন... "আমার মনে আছে অপরিচিতিতে একটা সিন ছিল, যেখানে আমি খুব নেশাগ্রস্থ, আর সেখানে আমি ব্যাগটা নিচে রেখেছি, তো অভিনয়টা এমন হবে যে আমি সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ভাবছিলাম যে ব্যাগটা কি করে ফেলে যাব? মেয়েরা আর যাই হোক ব্যাগ ফেলে যাবে না, যতই নেশাগ্রস্থ হোক। তো, তখন আমার পরিচালক বললেন, যে তিনি তো নেশায় ব্যাগ নিয়ে কী হবে? কিন্তু, উত্তম বাবু? তিনি বলেন, হয়েছে টা কী? উনি সবটা শুনে বললেন, ঠিক আছে তুমি হাতড়াবে, আমি বলব কি খুঁজছ? তুমি জড়ানো কন্ঠে বলবে ব্যাগ, আমি তোমার হাতে ব্যাগটা দেব। উনি এমনি ছিলেন। সহজেই সমস্যার সমাধান করে দিতেন।"

আরও পড়ুন  -  Kolkata Car Accident: 'ইন্ডাস্ট্রি নেশার কবলে চলে যাচ্ছে', মদ্যপ পরিচাল…

Advertisment

আরেকটি ঘটনার কথা শেয়ার করেই হেসে খুন অপর্ণা। কলঙ্কিত নায়ক ছবির এই কথা শুনলে না হেসে উপায় নেই। অপর্ণা সেই সাক্ষাৎকারে বলেন, "একটা সিন ছিল যেখানে আমি কল গার্ল হয়ে যাওয়ার পর আবার উত্তমকে মিট করেছি। এবং আমি ড্রাংক। সেখানে আমায় কাঁদতে বলা হয়েছিল। যাই হোক আমি কাঁদতে রাজি হইনি। উত্তম বাবু তখন সিনের কথা চিন্তা করেই বললেন, যে এক কাজ করো, তুমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বে, আমি তোমায় কোলে করে নিয়ে গিয়ে পাশের ঘরে শুয়ে দেব। উনি সেটাই করলেন... কিন্তু! কী গায়ের জোর ছিল!" এটুকু বলেই হেসে ফেলেন তিনি।

উল্লেখ্য, উত্তমের থেকে বড় নায়ক আর কেউ হয় না, একথা অনেকেই স্বীকার করেছেন। সেখানে কেউ কেউ তাঁর ব্যক্তিত্বের প্রশংসা করেছেন আবার কেউ বলেছেন নায়ক উত্তমের থেকে ভাল কেউ নেই।

tollywood news Tollywood Actress tollywood Aparna Sen Uttam Kumar