Kolkata Car Accident: 'ইন্ডাস্ট্রি নেশার কবলে চলে যাচ্ছে', ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায় তীব্র প্রতিবাদ ভাস্বর-সঙ্ঘশ্রীর

Car Accident By Bengali Tv Director: বাঙালি টিভি পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে মৃত্যু এক অসহায় নাগরিকের। ঘটনায় তোলপাড় তিলোত্তমা। ক্ষোভ উগরে দিলেন ভাস্বর থেকে সঙ্ঘশ্রী।

Car Accident By Bengali Tv Director: বাঙালি টিভি পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে মৃত্যু এক অসহায় নাগরিকের। ঘটনায় তোলপাড় তিলোত্তমা। ক্ষোভ উগরে দিলেন ভাস্বর থেকে সঙ্ঘশ্রী।

author-image
Kasturi Kundu
New Update
ক্ষোভ উগরে দিলেন ভাস্বর-সঙ্ঘশ্রী

ক্ষোভ উগরে দিলেন ভাস্বর-সঙ্ঘশ্রী

Celeb Reacts On Thakurpukur Car Accident: মত্ত অবস্থায় গাড়ি চালানো অর্থাৎ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু,  খাস কলকাতা আরও একবার এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল। মদ্যপ অবস্থায়  নিয়ন্ত্রণ হারিয়ে চালকের বেপরোয়া গতির বলি হয়েছে ১ এবং আহতে সংখ্যা ছয়। একটি জনপ্রিয় মেগার পরিচালকের এই নক্কারজনক ঘটনায় তোলপাড় তিলোত্তমা। সোশ্যাল মিডিয়া থেকে ড্রইং রুমের আলোচ্য বিষয় হয়েছ উঠেছে রাতভোর পার্টিতে আকণ্ঠ মদ পান করে গাড়ির স্টিয়ারিংয়ের হাত!! সিরিয়ালের সাফল্য সেলিব্রেট করতে গিয়ে লাগাম ছাড়া ফূর্তিই কাল হল!! প্রাণ চলে গেল এক নিরীহ মানুষের। 'ভিডিয়ো বৌমা' ধারাবাহিকের পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন খোদ ইন্ডাস্ট্রির মানুষজনই। 

Advertisment

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার প্রভাব পড়েছে সান বাংলার নতুন ধারাবাহিক ভিডিয়ো বৌমার সেটে। এইদিন ইনডোর শুটিং বন্ধ রাখা হয়েছিল। পরিবর্তে আউটডোর শুটিং হয়। গ্রেফতার করা হয়েছে পরিচালক ভিক্টোকে। জামিনে মুক্ত চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। ছোট পর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। একজনের আনন্দ অন্যজনের প্রাণ কেড়ে নেবে এটা কখনই কাম্য নয়। একই সুর শোনা গিয়েছে জনপ্রিয় ইউটিউবার ও এই ধারাবাহিকের অভিনেতা স্যান্ডি সাহার কণ্ঠেও। এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন  -   Sudipta Chakraborty Thakurpukur: মদ্যপ পরিচালকের গাড়িতে বলি ১, সুদীপ্তার কথায়, 'এটা ব্যক্তিগত সমস্যা, ইন্ডাস্ট্রির ডিসিপ্লিন দায়ী নয়..'

Advertisment

ইন্ডাস্ট্রির স্বেচ্ছাচারিতা নিয়ে কলম ধরেছেন অভিনেতা। তিনি কখনই কোনও অন্যায়ের সঙ্গে আপোস করেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিবাদের সাক্ষী সাধারণ মানুষ। এবারেও তার ব্যতিক্রম হল না। রূপোলি দুনিয়ার চাকচিক্য কিছু অভিনেতা-অভিনেত্রীদের জীবনকে নেশাগ্রস্থ করে তুলছে সেই বিষয়টাই স্পষ্ট হয়ে উঠেছে তাঁর লেখনিতে। শিল্পীদের নেশাতুর হওয়ার প্রবণতা যে নতুন নয় সেটাও তাঁর লেখায় স্পষ্ট। সিনিয়ার স্টার ভাস্বর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'কি বলব জানিনা তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রি-কে তো রোজ খুব কাছ থেকে দেখছি। নেশার কবলে চলে যাচ্ছে।' অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা ক্ষোভ উগরে দিয়ে লিখছেন, 'পাওয়ার ট্রিপ, যার দরুণ একটা মানুষের জীবন শেষ।'

Bengali Actor Bengali Actress Bengali Serial Bengali serial TRP Bengali Television Bhaswar Chatterjee