Arbaaz Khan Confirms Sshura Khan Pregnancy: খানদান পরিবারে পরতে চলেছে নতুন সদস্যের পদধূলি। অনেকদনি ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো সলমন খানের ভাই আরবাজ খান বাবা হতে চলেছেন। সলমন খানের বোন অর্পিতা খান শর্মা বাড়িতে জমকালো পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই ঢিলেঢালা পোশাকে আরবাজের হাত ধরে পার্টিতে এসেছিলেন সুরহা। পাপারাজ্জিদের একপ্রকার এড়িয়ে যান সেলেব দম্পতি। ক্লিনিকের বাইরেও ফ্রেমবন্দিও হয়েছেন যা ঘিরে সুরহা খানের প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল হয়। ভদের আগে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন আরবাজ-সুরহা। তারকা পত্নীর পরনে ছিল ছোট্ট প্রিন্টেড ড্রেস। বেবি বাম্প উঁকি না দিলেও চেহারার স্থূলতা কিন্তু, মোটেই পাপারাজ্জিদের নজর এড়ায়নি। সেদিনও প্যাপেদের প্রশ্নে সরাসির সম্মতি না দিলেও কথার ভাঁজে একপ্রকার সত্যতা স্বীকার করে নিয়েছিলেন। এবার তো সুরহা খানের প্রেগন্যান্সির খবরে সিলমোহর দিলেন হবু বাবা আরবাজ খান।
টাইমস অফ ইন্ডিয়াকে আরবাজ জানিয়েছেন, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। আনন্দ ভাগ করে নিয়ে বলেছেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনের এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষা করছি। কয়েকদিনের মধ্যেই আমি দ্বিতীয়বার বাবা হব। নতুন করে পিতৃত্বের জার্নি শুরু হবে। একইসঙ্গে যেমন খুশি তেমনই নতুন দায়িত্বপালনেরও সময়।' সন্তান তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি। সেই বিষয়টি স্পষ্ট করে আরবাজ বলেছেন, 'আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব, ওর উপর নজর রাখব। ভালবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালভাবে মানুষ করতে যা প্রয়োজন সেই সবটুকু দেওয়ার চেষ্টা করব।'
দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ ৫৭ বছর বয়সী অভিনেতার চোখে-মুখে একদম স্পষ্ট। প্রসঙ্গত, ২০২৩- এর ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন ঘরোয়া অনুষ্ঠানে সুরহা খানের সঙ্গে নিকহা সারেন আরবাজ। সেখানে উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার সন্তান আরহান। এছাড়াও ছিল খান পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধব। শুভ মুহূর্তের ছবি পোস্ট করে আরবাজ লিখেছিলেন, 'প্রিয়জনদের উপস্থিতিতে আমরা চিরদিনের জন্য ভালবাসার বন্ধনে বাঁধা পড়লাম। প্রত্যেকের ভালবাসা ও আশীর্বাদ কাম্য।'
আরও পড়ুন ঈদের আগেই সুখবর, ২৫ বছরের ছোট সুরহার সন্তানের বাবা হচ্ছেন ৬০ ছুঁইছুঁই আরবাজ