Arbaaz Khan Wife Pregnant: ঈদের আগেই সুখবর, ২৫ বছরের ছোট সুরহার সন্তানের বাবা হচ্ছেন ৬০ ছুঁইছুঁই আরবাজ

Sshura Khan Pregnancy ৫৭ বছরে বাবা হচ্ছেন সলমনের ভাই আরবাজ খান। ইদের আগেই উৎসবের মরশুম খান পরিবারে। সেলেব পাপারাজ্জিদের সামনে কী ভাবে সুখবর দিলেন অভিনেতা?

Sshura Khan Pregnancy ৫৭ বছরে বাবা হচ্ছেন সলমনের ভাই আরবাজ খান। ইদের আগেই উৎসবের মরশুম খান পরিবারে। সেলেব পাপারাজ্জিদের সামনে কী ভাবে সুখবর দিলেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arbaz khan wife1

বাবা হচ্ছেদ ৫৭-র আরবাজ

Sshura Khan pregnant খানদান পরিবারে পরতে চলেছে নতুন সদস্যের পদধূলি। অনেকদনি ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো সলমন খানের ভাই আরবাজ খান বাবা হতে চলেছেন। সলমন খানের বোন অর্পিতা খান শর্মা বাড়িতে জমকালো পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই ঢিলেঢালা পোশাকে আরবাজের হাত ধরে পার্টিতে এসেছিলেন সুরহা। পাপারাজ্জিদের একপ্রকার এড়িয়ে যান সেলেব দম্পতি। ক্লিনিকের বাইরেও ফ্রেমবন্দিও হয়েছেন যা ঘিরে সুরহা খানের প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল হয়। এবার সেই গুঞ্জনে একপ্রকার সিলমোহর দিয়েই দিলেন আরবাজ খান। বুধবার রাতে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন আরবাজ-সুরহা। তারকা পত্নীর পরনে ছিল ছোট্ট প্রিন্টেড ড্রেস। বেবি বাম্প উঁকি না দিলেও চেহারার স্থূলতা কিন্তু, মোটেই পাপারাজ্জিদের নজর এড়ায়নি।

Advertisment

Advertisment

নৈশভোজ সেরে রেস্তোরাঁর বাইরে আসতেই ছেঁকে ধরেন প্যাপেরা। ক্যামেরা দেখে খুব একটা লজ্জা পাননি সুরহা, বরং হাসি মুখেই তাকিয়েছেন আরবাজ ঘরনি। সেলেব পাপারাজ্জিদের ক্যানেরায় ধরা পড়েছে সুরহা খানের প্রেগন্যান্সি গ্লো। সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জি ভিরাল ভায়ানি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতর সুরহা সুরক্ষিত সেই বিষয়টি নিশ্চিত করছেন আরবাজ। সেই সময় এক প্যাপ বলেন, 'এবার ওদের যেতে দাও'। সঙ্গে সঙ্গে আরবাজও মজা করে বলেন, আপনারাও ছেড়ে দিন। কথায় আছে, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আরবাজ সরাসরি সম্মতি না জানালেও কথার ভাঁজে সুখবরটা দিয়েই দিলেন। অভিনেতার কথায়, 'কখনও কখনও একটু বোঝার চেষ্টা করুন।'

আরও পড়ুন ছেলের বয়স দু'বছর হওয়ার আগেই ফের অন্তঃসত্ত্বা, সন্তান কোলেই বেবি বাম্প প্রদর্শন বাঙালি অভিনেত্রীর

দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ ৫৭ বছর বয়সী অভিনেতার চোখে-মুখে একদম স্পষ্ট। প্রসঙ্গত, ২০২৩- এর ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন ঘরোয়া অনুষ্ঠানে সুরহা খানের সঙ্গে নিকহা সারেন আরবাজ। সেখানে উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার সন্তান আরহান। এছাড়াও ছিল খান পরিবারের সদস্য ও কাছের বন্ধুবান্ধব। শুভ মুহূর্তের ছবি পোস্ট করে আরবাজ লিখেছিলেন, 'প্রিয়জনদের উপস্থিতিতে আমরা চিরদিনের জন্য ভালবাসার বন্ধনে বাঁধা পড়লাম। প্রত্যেকের ভালবাসা ও আশীর্বাদ কাম্য।'

আরও পড়ুন ঢিলেঢালা পোশাকে ইদের পার্টিতে পাপারাজ্জিদের এড়িয়ে গেলেন সুরহা, ৫৭-তে ফের বাবা হচ্ছেন আরবাজ?

Arbaz Khan Bollywood Actor