arbaaz khan second wife-Bollywood actor: আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরা খান দুজনে নাকি বাবা-মা হতে চলেছেন! কিছুদিন আগেই ইদ উপলক্ষে এই আলোচনা উঠেছিল, যে আরবাজ নাকি ফের বাবা হতে চলেছেন। ভাইরাল হয়েছিল বেশ কিছু ভিডিও। যেমন? তাদেরকে গতকাল হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল, তারপরই আরও খবর ছড়িয়ে পড়ে যে সত্যিই হয়তো আরবাজের স্ত্রী অন্তঃস্বত্বা।
আরবাজের পরনে সাদা রঙের পোশাক। তাঁর স্ত্রীও সেরকমই এক ধরণের পোশাক পড়েছিলেন। মঙ্গলবার, তাঁদের হাসপাতালের বাইরে দেখা যেতেই আরও জোরাল হয় গুঞ্জন। তাঁদের হাতে ছিল মেডিক্যাল হিস্ট্রির ফাইল। সেই দেখেই আরও ধারণা বাড়তে শুরু করে যে হয়তো বা তাঁদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। কেউ কেউ এমনও ভেবেছিলেন যে সুরার হয়তো বেবি বাম্প স্পষ্ট।
কিন্তু আসলে তাঁরা গিয়েছিলেন কোথায়?
গতকাল যে ভিডিও ভাইরাল হয়, সেটি একটি ক্লিনিকের বাইরে হলেও আসলে সেটি কিসের ক্লিনিক অনেকেই বোঝেননি। আরবাজের এক সন্তান রয়েছে। মালাইকা এবং তাঁর ছেলে যথেষ্ট বয়সে বড়। ফলে, আরেকবার তিনি বাবা হচ্ছেন শুনে অনেকেই হাসাহাসি করেছিলেন। কিন্তু তাঁরা গতকাল গিয়েছিলেন এমন একটি ক্লিনিকে যেখানে অন্যরকম ট্রিটমেন্ট করা হয়। মেটারনিটি ক্লিনিক না, বরং...
আরও পড়ুন - Actor Couple Divorce Rumors: ৯ বছরের বিয়েতে ভাঙন? বিচ্ছেদের খবরে এতদিনে মুখ খুললেন অভিনেতা
আরবাজ এবং সুরা গিয়েছিলেন, ডঃ রাকেশ সিনহা এর ফাইব্রাইড ক্লিনিকে। চিকিৎসক রাকেশ সিনহা এবং মঞ্জু সিনহা এই দুই ব্যক্তি ফাইব্রাইড এবং ইউট্রাস রিমুভাল এর বিশেষজ্ঞ মানা হয়। তাঁরা দুজনেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছেন। তাই, ঘনিষ্ঠ সুত্রে খবর, এখনই তাঁরা বাবা-মা হচ্ছেন না। কিন্তু, আরবাজ এবং সুরা এই দুজনের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গে, আরবাজ এবং সুরা দুজনেই প্রায় ১ বছর প্রেম করেন। তারপর, কাছের মানুষদের উপস্থিতিতে তাঁরা এক হন। এমনকি, সেই বিয়েতে অভিনেতার ছেলেও গিয়েছিলেন। বলিউডে বিচ্ছেদ এবং পুনর্বিবাহের গল্প নতুন নয়। কিন্তু, আরবাজ এবং সুরা কবে সুখবর দিচ্ছেন সেটাই দেখার।