Bollywood- Actors Divorce: দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়ার মধ্যে বিবাহবিচ্ছেদের গুজব বেশ কিছুদিন ধরেই প্রচারিত হচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিবেক প্রতিক্রিয়া দিয়ে এই খবর নিয়ে মুখ খুলেছেন। বিবেক জানিয়েছেন যে তিনি এবং দিব্যাঙ্কা যখন প্রথম বিবাহবিচ্ছেদের গুজব শুনেছিলেন তখন তারা কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। বরং...
দিব্যাঙ্কা টিভির এক দারুণ জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, বিবেকের সঙ্গে বিয়ের আগে তাঁর দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। সেই তারকার সঙ্গে ভয়ঙ্করভাবেই বিচ্ছেদ হয় তাঁর। কিন্তু আজ যখন তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে এত কথা, তখন বিবেক কী খোলসা করলেন? অভিনেতা এবং দিব্যাঙ্কার ( Divyanka Tripathi ) স্বামী জানান...
আরও পড়ুন - Actor jump from 3rd Floor: হোটেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ, জানতে পেরেই তিনতলা থেকে ঝাঁপ অভিনেতার, হচ্ছেটা কী?
"আমরা এটা উপভোগ করছি। দিব্যাঙ্কা আর আমি এসব দেখে হাসছিলাম। আমরা আইসক্রিম খাচ্ছিলাম এবং ভাবছিলাম যদি আমাদের কিছু পপকর্নও অর্ডার করা যায়।" দুজনে মিলেই নাকি হাসতে ব্যাস্ত ছিলেন। যদিও বা বর্তমানে বিবাহ বিচ্ছেদের কথা নতুন না। এখন বিয়ে টিকে গেলে বরং লোকে অবাক হন। বলিউডের পাশাপাশি টিভি ইন্ডাস্ট্রিতে বিচ্ছেদ কম হয়নি।
আরও পড়ুন - Adi Shankar: 'কলকাতায় চারিপাশে দারিদ্রতা..', ছেলেবেলার অন্ধকার স্মৃতি নিয়েই মুখ খুললেন প্রযোজক আদি শঙ্কর
বিবেক আরও বলেন, "আমি ইউটিউব ভ্লগও বানাই। আমি জানি এই ক্লিকবেইট শিরোনামগুলি কীভাবে কাজ করে। কেউ কেউ উত্তেজনাপূর্ণ কিছু লেখে ছবির ওপরে এবং লোকেরা এগুলো দেখে, অনেককিছু ভেবে নেয়। কিন্তু এসবের মধ্যে সত্য কিছু নেই। আমরা যেন এ ধরনের অবাস্তব বিষয়কে উৎসাহিত না করি।"
প্রসঙ্গে, ২০১৬ সালে বিয়ে হয়। এবং দুজনেই নিজের কাজে বেশ জনপ্রিয় টিভিতে। যে যার কাজের মাধ্যমেও বহু মানুষকে আনন্দ দিয়েছেন।