টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, একের পর এক ডিভোর্স। কখনও যীশু নীলাঞ্জনা আবার কখনও ঋষি কৌশিক এবং দেবলীনা আবার অর্জুন শ্রীজা, বিচ্ছেদের হাজারো গল্প শোনা যাচ্ছে। কিন্তু, এপার বাংলায় যখন সম্পর্ক ভাঙনের গল্প, তখনই বাংলাদেশে....
Advertisment
ওপার বাংলার বুকে ঘটে চলেছে নানা ঘটনা। একে তো ছাত্র আন্দোলনে তোলপাড় গোটা দেশ। তারকারা সকলে পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের। কিন্তু এরই মাঝে সম্পর্ক ভেঙেছে আরিফিন শুভর। অভিনেতা নিজেই এই বিষয়ে জানিয়েছেন। তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন ধরে জলঘোলা হচ্ছে।
তাই তো সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন পর্দার মুজিব। অভিনেতার স্ত্রী অদিতির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। এদিকে, গতবছরই অভিনেতা তাঁর মাকে হারিয়েছেন। একদম একা হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু, সম্পর্ক নিয়ে এহেন রসালো মন্তব্য যেন নিজেই পাল্টে ফেললেন। তিনি লিখছেন...
"দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবন সঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুই জনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবো।"
কিন্তু সঙ্গী যে কোনও পরিস্থিতিতে তাঁর পার্টনারকে নিয়ে খারাপ কথা বলেন না, তাঁকে সম্মান দেন সেটাই যেন শুভ প্রমাণ করলেন। প্রাক্তন স্ত্রীকে নিয়ে লিখলেন.. "অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চির ঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।"
এদিকে, তাঁর এই বিচ্ছেদে হাসছে ওপার বাংলা। কারওর কথায়, দেশের এই দুঃসময়ে মুজিবের জীবনে এ কী ঘটল? আহারে! আবার কেউ বলছেন, নতুন প্রতিভা বেশ ভালই, বউকে বন্ধু বানিয়ে ডিভোর্স দেওয়া। কারওর কথায়, ডিভোর্সের পর বন্ধুত্ব আবার কী? নতুন ট্রেন্ড চালু করেছেন নাকি?