চলচ্চিত্র উৎসবে 'রং দে তু মোহে গেরুয়া' গেয়ে বাংলার শাসকদলের বিরাগভাজন হতে হয়েছিল, যার জেরে সরগরম হয়েছিল রাজনৈতিকমহল। এবার কলকাতার কনসার্ট শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বাড়িতে ছুটলেন অরিজিৎ সিং।
Advertisment
১৮ ফেব্রুয়ারি। শনিবার একদিকে যেমন শিবরাত্রি ছিল, আরেকদিকে অ্যাকোটিকায় অরিজিৎ সিংয়ের বড় কনসার্টে মশগুল ছিল কলকাতাবাসী। দিন দুয়েক পরেও সেই শো নিয়ে শোরগোলের অন্ত নেই। কারণ, সেই অনুষ্ঠানে যেমন রূপম ইসলামের সঙ্গে ডুয়েট গে সাড়া ফেলে দিয়েছেন অরিজিৎ, তেমনই গেরুয়া বিতর্কেও মুখ খোলেন গায়িকা। রং দে তু মোহে গেরুয়া গেয়ে যেখানে রাজ্যের শাসকদলের বিরাগভাজন হতে হয়েছিল অরিজিৎকে, সেখানে এই কনসার্টের পরেই কিনা মমতার মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন।
শনিবার রাতে কনসার্ট শেষ হওয়ার পরদিনই রবিবার সন্ধেবেলা মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে যান অরিজিৎ সিং। খোলামেলা আড্ডা, খাওয়াদাওয়া সবই হল। তবে কোনও রাজনৈতিক আলোচনা নয়, নেহাত পরিবারের সান্ধ্যকালীন আড্ডাতেই অংশ নেন অরিজিৎ। যে ছবি শেয়ার করেছেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী।
প্রিয়দর্শিনী লেখেন, "এখনও অরিজিৎ সিংয়ের কনসার্ট লাইভ দেখার জাদুতে মজে আছি। আজ সন্ধেয় তাঁকে আমাদের বাড়িতে পেয়ে আনন্দের কথা ভাবুন।"