/indian-express-bangla/media/media_files/2025/04/20/e6tGLnbCUa2fit0BpZnM.jpg)
কে তাঁর ভুল ধরিয়ে দিয়েছিলেন?
Arijit Singh: আজ সংগীতের দুনিয়ার সেই মানুষটার জন্মদিন, যার গান লুপে বাজতে থাকে। তার থেকেও বড় কথা, তিনি এমন এক আদর্শবাদী মানুষ, যা প্রত্যেকটা সিদ্ধান্ত থেকে মন্তব্যে মানুষ মুগ্ধ। যার গান প্লেলিস্টে লুপে বাজতে থাকে। এই মানুষটি যেমন প্রেমিকদেরকে কাঁদাতে পারেন, তেমনি রোমান্সে ভাষাতেও পারেন। প্রসঙ্গে অরিজিৎ সিং। শুধু কি প্রেমিকদের ভাঙা হৃদয় তিনি হিল্লোল তোলেন? মোটেই না। বরং যখন আন্দোলনের জন্য গানের প্রয়োজন হয়, তখন নিজে সেই গান তৈরি করে মানুষকে উদ্বুদ্ধ করেন।
আজ অরিজিতের জন্মদিন। ভীষণ সাদামাটা, সোজাসাপ্টা মানুষটাকে নিয়ে, মানুষের নানা প্রশ্ন আছে। অরিজিৎ একেবারেই খোলা বইয়ের মতো না। তিনি যেমন আর জি কর কাণ্ডে প্রতিবাদ করতে পারেন, ঠিক তেমনই কাশ্মীর অ্যাটাকের ( Kashmir Pahalgam attack on 2025 ) পর শোকাচ্ছন্ন হয়ে নিজের শো ক্যানসেল করতে পারেন। কিন্তু অরিজিৎ একদিনে অরিজিৎ হয়নি। বরং এই অরিজিৎ হওয়ার নেপথ্যে নানা কিছু তিনি শুনেছেন। রিয়ালিটি শো ফেম গুরুকুলে তাকে নিয়ে চর্চা কম হয়নি। বরং, এই সময় পরে আরো জেদ চেপে যায় গায়কের। এই শোয়ে বেশ বহুদিন তিনি ছিলেন। এবং তার থেকেও বড় কথা, বহু শিল্পী তখন তার গান পছন্দ করতেন। দেশের মানুষের মন জয় করছিলেন তখন থেকে। যদিও সেই শো জিততে পারেননি। কিন্তু পরবর্তীতে সেই শো থেকে প্রাপ্ত শিক্ষা তাঁর কাজে লেগেছিল।
অরিজিৎকে নানা সমস্যার শিকার হতে হলেও এই শো থেকে তিনি গান গাওয়ার এক মোক্ষম বিষয় শিখেছিলেন। এবং তাকে এই বিষয়টি শিখিয়ে দিলেন অন্যতম জনপ্রিয় গায়ক প্রয়াত কে কে। বিচারকের আসনে কে কে বহু বসেছেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গান গেয়েছেন। অরিজিৎ যখন সদ্য রিয়ালিটি শো এর মঞ্চে, কেকে তখন যথেষ্ট জনপ্রিয়। অরিজিৎকে কী শিখিয়েছিলেন তিনি?
Pakistani Actor on India: 'ভারতের এরাই সবার আগে..', পহেলগাঁও হত্যাক…
একটি ভিডিও থেকেই জানা যায়, অরিজিতের গানের প্রসংশক ছিলেন কেকে। রিয়ালিটি শোয়ের মঞ্চে তাঁর গান শুনতে ভালোবাসতেন। কিন্তু কে কে তাকে শিখিয়েছিলেন গান গাওয়ার সময় মাইক কি করে ধরতে হয়। অরিজিৎকে তিনি বলেছিলেন, যত সময় যাচ্ছে তোমার গান শুনতে আমার খুব ভালো লাগছে। তুমি ভীষণ সুন্দর এগিয়ে যাচ্ছ। তুমি যে অসাধারণ একজন গায়ক সেই কথা বলতেই হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, মাইকটা মুখের কোন জায়গায় ধরলে, শব্দ এবং সুর স্পষ্ট বোঝা যায়। তুমি যদি মাইকটা ঠিক জায়গায় না ধরো, তাহলে কিন্তু গান শোনায় প্রবলেম হতে পারে। এবং, কেকের এই প্রত্যেকটা শব্দই মাথা পেতে নিয়েছিলেন অরিজিৎ। স্বীকার করেছিলেন যে হ্যাঁ মাইক ধরতে তার অসুবিধা হয়েছে বটে।