Arijit Singh on Pahalgam Terror attack 2025: পহেলগাঁও ঘটনায় উত্তাল গোটা দেশ। নেহাত আনন্দ মজা করতে গিয়ে কাশ্মীর থেকে যে লাশ হয়ে ফিরবেন এতগুলো মানুষ, কেও ভাবতেও পারেননি। যে ভূস্বর্গ মানুষকে এত সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে, সেই ভূস্বর্গ আজ নিরীহের মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে। এবং এই ঘটনার পর আওয়াজ তুলেছেন অনেকেই। তারকারা বাদ পড়েননি নিজেদের ক্ষোভ প্রকাশ করতে।
নিরীহ কেন প্রাণ হারাবে, সেই নিয়েই চারিদিকে আলোচনার ঝড়। যে কাশ্মীরে ( Kashmir Attack on 2025 ), মানুষ মুহূর্ত উপভোগ করতে যায়, সেখানে মানুষ প্রাণ হারাবেন, এমন বিষয় কল্পনা করতেও পারেননি কেউই। অরিজিৎ সিং নিজেও বাদ গেলেন না। তিনি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ঘটনার জেরে। সারা দেশজুড়ে বহু মানুষ নিজের জীবন হারিয়েছেন। এহেন সময় উৎসব কিংবা উদযাপনের মুহূর্ত নয়। বরং, অরিজিৎ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং তাঁদের জীবনের স্বার্থে তিনি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
Salim Merchant on Pahalgam Terror Attack: 'ভীষণ ঘেন্না হচ্ছে..', কাশ্মীর হত্যার পর ইসলামের পাঠ পড়ালেন ভারতীয় সুরকার সেলিম
নিজের সমাজ মাধ্যমেই তিনি এই বিষয়ে আপডেট দিয়েছেন। আসলে, তাঁর চেন্নাই শহরে শো হওয়ার কথা ছিল। আগামী ২৭ তারিখ শোয়ের দিন ছিল সেখানে। কিন্তু মানসিক ভাবে স্তব্ধ অরিজিৎ সেই সিদ্ধান্ত পাল্টে ফেললেন এবং তিনি এও জানালেন, আপাতত সেই শো হচ্ছে না। কী আপডেট দিলেন তিনি? গায়ক সাধারণত খুব কম পোস্ট করেন সমাজ মাধ্যমে। কিন্তু এই ঘটনায় তিনি যা করলেন...অরিজিতের ভক্ত সংখ্যা কম না। কিন্তু দেশ এবং দশের স্বার্থে যে এই সিদ্ধান্ত মঙ্গলজনক, সেকথা বলতেই হয়।
/indian-express-bangla/media/post_attachments/823a539f-d9b.jpg)
Ditipriya Roy On Pahalgam Attack: 'এই একটাই আফসোস', কাশ্মীরে কিছুদি…
পোস্টে কী লেখা আছে?
শেষ কিছুদিনে যা ঘটে গিয়েছে, সেই নির্মম কাণ্ডের পরবর্তীতে, শোয়ের অর্গানাইজাররা এবং শিল্পীরা একত্রে এই সিদ্ধান্তই নিয়েছেন, আগামী ২৭ তারিখ চেন্নাইতে আমাদের যে শো হওয়ার কথা ছিল, এটি আর হচ্ছে না। এই শো ক্যানসেল করা হয়েছে। যারা টিকিট কেটেছেন তারা চিন্তা করবেন না, আপনাদের পুরো পয়সা রিফান্ড করে দেওয়া হবে। যে পদ্ধতিতে আপনার টিকিট কেটেছেন সেই মোডেই টাকা ফেরত যাবে। আর বিস্তারিত জানতে আপনারা এই ইমেইলে যোগাযোগ করুন। আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
প্রসঙ্গে অরিজিৎ সব সময় অন্যায়ের বিরুদ্ধে। তিনি নিজের মতো করে প্রতিভা জানাতেই ভালোবাসেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি গান বেঁধেছিলেন, যেটি দারুণ জনপ্রিয় হয়। আর এবার ওই কান্ডের পর, নিজের শো বাতিল করে ফের একবার মনুষ্যত্বের পরিচয় দিলেন। যদিও, অরিজিতের ঘোষণার পর আবার শ্রেয়া ঘোষাল নিজেও এহেন সিদ্ধান্ত নেন।