Advertisment

Arijit Singh: প্রতিবাদে থেমে থাকলেন না, দীর্ঘ অসুস্থতার পর বিশ্ববিখ্যাত শিল্পীকে নিয়ে স্টেজে অরিজিৎ

Arijit Singh concert: প্রতিবাদ মিছিলে না যোগ দিলেও সমাজ মাধ্যমে লাইভ এসেছিলেন তিনি। নানা প্রসঙ্গে আলোচনা করেছিলেন। মেয়েদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এবার গাইলেন স্টেজে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
arijit singh

Arijit Singh- অরিজিৎ-কে চমক দিলেন পপ তারকা...

অবশেষে অরিজিৎ সিং ফিরলেন। আন্দোলনের ময়দানে তাঁকে হয়তো বা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। কিন্তু, তিনি এবার নিজের আসল জায়গায় ফিরলেন। কিছু মাস আগেই তিনি জানিয়েছিলেন, গলার অবস্থা একদম খারাপ। তাই তো, বাতিল করেছিলেন অনুষ্ঠান।

Advertisment

কিন্তু, এবার তিনি ফিরলেন নিজের মতো করে। অরিজিৎ নিজের শরীরের দিকে তাকিয়েই কনসার্ট বন্ধ রেখেছিলেন। তাঁর মধ্যে সারাদেশে আরজি কর কান্ড নিয়ে যা শুরু হয়েছে, তাতে অরিজিৎ আওয়াজ তুলেছিলেন। এও বলেছিলেন নারী সুরক্ষা নিয়ে আলাদা করে কথা বলাই সমাজের ক্ষেত্রে ব্যর্থতা। এমনকি এও জানিয়েছিলেন, অনেক কিছু পাল্টাতে হবে। যাতে মেয়েরা সর্বত্র সুরক্ষিত থাকে।

তবে এবার তিনি, মঞ্চে ফিরেছেন। বিদেশে গান গাইতে গেলেন তিনি। পেলেন এক অনবদ্য সারপ্রাইজ। মঞ্চে যখন গাইছেন, তখন অরিজিৎকে সঙ্গ দিলেন এক পপতারকা। তিনি আর কেউ না। বরং, শেপ অফ ইউ বিখ্যাত এড শারিন। অরিজিতের মঞ্চে মাঝেমধ্যেই, কাউকে না কাউকে দেখা যায়। কোনোদিন বাংলার বুকে রূপম ইসলাম তাঁর সঙ্গে গান। আর এবার এড।

আরও পড়ুন  -   Paran Banerjee - RG Kar: 'যাদের রাজত্বে বাস করছি তাদের ঢঙ দেখলে...', অসুস্থতাকে পরোয়া নয়, একহাত নিলেন পরাণ বন্দ্যোপাধ্যায় 

অরিজিতের অনুষ্ঠানে হাজির হলেন। গান গাইলেন। তাঁর পাশাপাশি ভারতীয় গায়ক, তাঁর ব্যবহারে আপ্লুত। তিনি বলছেন... "লন্ডনে হঠাৎ করেই এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হলেন। দর্শকরা, আপনারা দারুণ এক ম্যাজিকাল মুহূর্ত সৃষ্টি করলেন। শেষ রাত আনন্দে কেটে গেল। আর এড শারিন, আপনি অনবদ্য। যেভাবে সারপ্রাইজ দিলেন।"

উল্লেখ্য, শিল্পীরা নিজেদের মতো করেই সরব হয়েছিলেন প্রতিবাদে। তাঁর পাশাপাশি অনেকেই শহর কলকাতায় তাঁদের অনুষ্ঠান স্থগিত রেখেছিলেন। তাঁর মধ্যে শ্রেয়া ঘোষাল অন্যতম।

bollywood Arijit Singh Arijit Singh Live Concert
Advertisment