Arijit Singh-Padma Awards: সংগীত জগতকে সমৃদ্ধ করেছেন অরিজিৎ সিং। রাজ্য থেকে দেশ থেকে বিদেশ, শিল্পীর ভক্ত সংখ্যা অগণিত। তিনি যখন স্টেজে ওঠেন, তখনই সবাইকে দারুন আনন্দ দেন। শুধু শিল্পী হিসেবে বললে ভুল হবে মানুষ হিসেবে অরিজিৎ অনেকটাই এগিয়ে। সাফল্য চোখের সামনে দেখার পরেও, আজও যেভাবে নিজেকে মাটিতে রেখেছেন তিনি, এটি প্রশংসার যোগ্য। কিন্তু অরিজিতের এই যাত্রাপথ মোটেই সোজা ছিল না।
দেশের অন্যতম সেরা গায়ক হওয়ার পরেও, অরিজিৎকে বেশিরভাগ সময় জিয়াগঞ্জেই দেখা যায়। সারাদেশ জুড়ে তিনি পারফর্ম করে বেরিয়ে, দিনের শেষে এই বাংলার বুকে ফিরে আসেন। কিন্তু এই অরিজিৎ সিং রিয়েলিটি শো থেকে বাদ পড়েছিলেন একসময়। শুধু তাই নয়, নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউডে এক বিগ শটকে রাগিয়েও দিয়েছিলেন তিনি। রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে বাদ পড়েও, হাজারো সংগীত প্রেমের মনের মঞ্চে যেভাবে জায়গা করে নিয়েছেন তিনি, তাতে যেমন তার অধ্যাবসায় এবং জেদ ছিল তেমনই ছিল গানের প্রতি অগাধ ভালোবাসা।
যে কয়টি পুরস্কারের মঞ্চে তাকে দেখা যায়, সেখানে খুব সাধারণভাবেই তিনি উপস্থিত হন। একবার তো, এ পুরস্কারের মঞ্চে তিনি খেপিয়ে দিয়েছিলেন সলমন খানকে। ভাইজানকে ( Salman Khan ) তিনি বলে বসেন, তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন এরকম অদ্ভুত সঞ্চালনা দেখে। এত স্লো ছিল সে সঞ্চালনা, যে অরিজিতের চোখে ঘুম নেমে আসে। এবং ভাইজানকে দেওয়া উত্তর বেশ ভারী পড়েছিল অরিজিতের। সালমানের বেশ কয়েকটি ছবিতে অরিজিৎ গান গেয়েছিলেন, তার মধ্যে কিক, বজরঙ্গি ভাইজান অন্যতম কিন্তু, এ সমস্ত গান গুলিকে ছবি থেকে বের করে দিয়েছিলেন সলমন। যদিও, টাইগার থ্রি এর সময়, শোনা গিয়েছিল সালমান নাকি, নিজে থেকে অরিজিৎকে ডেকে পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে সমস্ত দূরত্ব ঘুচিয়ে, অনুরোধ করেছিলেন একটি গান গাওয়ার জন্য।
এখানেই শেষ নয়। অরিজিৎ যখন সদ্য বলিউডে নিজের গান শুরু করেছেন, তখন আলিয়া ভাট ( Alia Bhatt ) নাকি চমকে উঠেছিলেন অরিজিতের গলা শুনে। এই কথা স্বীকার করেছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট। পরিচালক জানিয়েছিলেন, আলিয়া যেদিন অরিজিতের খামোশিয়া গানটি শুনেছিল, সেদিন কিছুক্ষণ ও চুপ মেরে বসে ছিল। অরিজিতের গলায় ও স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর, আলিয়া চমকে উঠে আমাকে জিজ্ঞাসা করেছিল, ও তো ২১ শতকের সবথেকে জনপ্রিয় গায়ক মনে হচ্ছে!
প্রসঙ্গত, গতকালই শোনা গিয়েছে অরিজিত এ বছর পদ্ম পুরস্কার পাচ্ছেন। তাকে পদ্মশ্রীতে ভূষিত করা হবে। তার সঙ্গে সঙ্গে পুরস্কার পাচ্ছেন অজিত কুমার। মরণোত্ত্বর সম্মান পাচ্ছেন পঙ্কজ উদাস। এছাড়াও বাংলা থেকে পুরস্কার পাচ্ছেন, মমতা শংকর, পন্ডিত তেযেন্দ্র নারায়ন মজুমদার।