/indian-express-bangla/media/media_files/g6ixj8xSSd4TjpQjJuN8.jpg)
Arijit Singh-Padma awards: পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ
Arijit Singh - Padma Awards: গতকাল রাত্রে খবর এসেছে অরিজিৎ সিং নাকি পদ্ম পুরস্কার পাচ্ছেন। সিঙ্গারকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। ২১ শতকের এই সিঙ্গিং সেন্সেশনকে, সারা দেশের মানুষ যেমন ভালোবাসে, তেমনই তাকে ভীষণ শ্রদ্ধার চোখেও দেখে। সাফল্য শিখরে পৌঁছে অরিজিৎ যেভাবে এখনো মাটিতে রয়েছেন, অনেকেই পারেন না। কিন্তু তিনি করে দেখিয়েছেন।
বলিউডের টপ মোস্ট গায়ক হওয়ার পরেও তিনি এখনো জিয়াগঞ্জেই থাকেন। তার পরিবারের সঙ্গে খুব সাধারণ জীবন যাপন করেন তিনি। স্কুটিতে করে এদিক ওদিক ঘুরে বেড়ান, গলির চা বিস্কুট খেয়ে বেড়ান। বরং সেখানে তাঁর সঙ্গে তারকার মতো আচরণ করলে ভীষণ রেগেও যান অরিজিৎ। শিল্পীকে ভারত সরকারের তরফে এই পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে। যদিও সমাজমাধ্যমে তিনি কোন প্রতিক্রিয়া এখনো জানেন নি। এমনিতেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা তার পছন্দ নয়।
উল্লেখ্য, শেষ কিছু মাসে যখন কলকাতা এবং বাংলা উত্তপ্ত আরজিকর আন্দোলনে, তখন নিজের সৃষ্টি এবং সুরের মাধ্যমেই ফের একবার আলোড়ন তুলেছিলেন অরিজিৎ। আর কবে গান গেয়ে, একদল মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে। একজন গায়ক হিসেবে তার শিল্পী সত্তাকে বেছে নিয়েছিলেন প্রতিবাদ করার জন্য। না তাকে রাস্তায় নামতে হয়নি, কিন্তু তার গানের প্রত্যেকটা শব্দ বাঙালিকে আবারো বুঝিয়েছিল যে কেন, সবকিছুর একটা শেষ এবং বিহিত করতেই হয়। অরিজিত এও জানিয়েছিলেন, রাস্তায় নেমে প্রতিবাদ করাটা একটা অদ্ভুত বিষয়, কারণ আমাদের সিস্টেমে প্রচন্ড গন্ডগোল হয়ে আছে। যদি বা তখন তাকে নানান কথা শোনানো হয়েছিল।
আরও পড়ুন - Mamta Kulkarni: নিজেই নিজের পিন্ডদান করলেন, সন্ন্যাস নিয়েই চোখে জল মমতার, তারপর?
অরিজিৎ, আর জি করের প্রতিবাদে গান দেখেছিলেন বলে সরকার পক্ষে নানান মানুষ তাকে কটাক্ষ করে। কেউ কেউ তো এমন ও বলেছিলেন যে তার যদি সাহস থাকে তবে কেন্দ্রীয় সরকারের রেহানা ঘটনার বিরুদ্ধে আনো গান বেঁধে দেখান। যদিও তাদের লাভ কিছুই হয়নি। বরং, এই গান মানুষ ঠোঁটস্থ করে ফেলেছিলেন। তাহলে কি আরজিকর প্রতিবাদের কারণেই তার এই পদ্মশ্রী পুরস্কার? প্রশ্ন উঠছে অনেক। যদিও বা শিল্পী তার গানের মাধ্যমে, ভারতবর্ষের সংগীতকে যেভাবে সমৃদ্ধ করেছেন, পদ্মশ্রী পুরস্কার পেতে গেলে আর কিছু প্রয়োজন হয় না।
প্রসঙ্গত, এই প্রজন্মের কাছে অরিজিৎ সংগীতের ঈশ্বর সম। তিনি যেমন মানুষকে, গানের মাধ্যমেই প্রেমে ফেলতে পারেন তেমনই কাঁদাতেও পারেন। অরিজিত এমন একজন মানুষ, যিনি তার সহজ সরলতার মাধ্যমেই মন জয় করে নিয়েছেন। আর যখন থেকে খবর এসেছে তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, তার ভক্তরা বেজায় খুশি। এর আগে সনু নিগম পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এবং অরিজিতের সঙ্গে সঙ্গে, বাংলা থেকে মমতা শঙ্কর, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পাচ্ছেন এই পুরস্কার।