Advertisment
Presenting Partner
Desktop GIF

তিস্তা তোর্সা ট্রেনে চেপে শিলিগুড়িতে! রাত ২.৪৫-এ অরিজিৎকে দেখতে NJP-তে ধুন্ধুমার কাণ্ড

অরিজিৎ সিংয়ের কনসার্ট নিয়ে গোটা উত্তরবঙ্গে বাঁধভাঙা উচ্ছ্বাস।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arijit Singh, Arijit Singh news, Arijit Singh viral video, Arijit Singh Siliguri concert, Arijit Singh NJP staion, অরিজিৎ সিং, অরিজিৎ সিং শিলিগুড়ি কনসার্ট, অরিজিৎ সিংয়ের খবর, অরিজিৎ সিং ভাইরাল ভিডিও, বলিউডের খবর, টলিউডের খবর

শিলিগুড়িতে অরিজিৎ সিং

রাত তখন প্রায় ২.৪৫টে। মধ্যরাতে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর মোটামুটি ভিড় থাকে। তবে মঙ্গলবার ভোরে যে দৃশ্যের সাক্ষী থাকল শিলিগুড়ি, তা সচক্ষে না দেখলে বিশ্বাস করা দায়! তিস্তা তোর্সা ট্রেন ঢুকতেই শয়ে শয়ে লোক ছুটে চলেছে স্টেশন চত্বরে। এক মূহূর্তের জন্য তাঁদের 'ঈশ্বর'কে দেখবেন বলে। তিনি অরিজিৎ সিং।

Advertisment

মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করবেন অরিজিৎ। আর সেই প্রেক্ষিতেই জিয়াগঞ্জ থেকে ট্রেনে করে এলেন। দেশের এক নম্বর গায়ক হয়েও কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই! একেবারে সাদামাটা পোশাকেই ধরা দিলেন ট্রেনের দরজার সামনে। যাকে দেখতে হুড়োহুড়ি পড়ে গেল এনজিপিতে। স্টেশন চত্বরে গিজগিজ করছে লোক। অনুরাগীদের উল্লাস।

প্রিয় গায়ককে স্বাগত জানাতে মাঝরাতেই এনজেপিতে জড়ো হয়েছেন তাঁরা। কেউ শহর ছাড়িয়ে বহুদূর পাহাড়ি অঞ্চল থেকে এসেছেন। কালিম্পং, সিকিম, দার্জিলিং, গ্যাংটক থেকে ওদিকে ময়নাগুড়ি, চালসা-মালবাজারের লোকও অগুন্তি। ৩০ জন বন্ধুকে নিয়ে রাতের ট্রেনে চেপে জিয়াগঞ্জ থেকে শিলিগুড়িতে পা রাখলেন অরিজিৎ সিং।

গত ফেব্রুয়ারিতে কলকাতা মাতানোর পর দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করেছেন অরিজিৎ সিং। সদ্য আইপিএলের মঞ্চেও গান গেয়েছেন। আজ শিলিগুড়িতে কনসার্ট। উপস্থিত থাকবেন প্রায় ১৩ হাজার শ্রোতা-দর্শকরা। উদ্যোক্তারা জানিয়েছেন, কনসার্টে ১২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

<আরও পড়ুন: ঐশ্বর্যা-আরাধ্যার সঙ্গে সেলফি রেখার! ‘অমিতাভ-জয়াকে জ্বালানোর জন্য?’ ঠাট্টা নেটপাড়ার>

প্রসঙ্গত, অরিজিৎ সিংয়ের শিলিগুড়ি কনসার্টেও বাঁধা পড়েছিল। স্টেডিয়ামের অনতিদূরেই নার্সিংহোম থাকায় রোগীদের কথা ভেবে জনস্বার্থ মামলা করেছিলেন অখিল বিশ্বাস নামে এক আইনজীবী। তবে পরে সেই মামলা প্রত্যাহার করে নেন তাঁরা। কারণ উদ্যোক্তাদের তরফে খেলোয়াড়দের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি শব্দও নিয়ন্ত্রণে রাখার কথা দিয়েছেন তাঁরা। সবমিলিয়ে উত্তরবঙ্গে আজ বাঁধভাঙা উচ্ছ্বাস।

tollywood siliguri Entertainment News Arijit Singh Arijit Singh Live Concert tollywood news
Advertisment