করোনার (Covid-19) থাবা ক্রমশ চওড়া হচ্ছে। অতিমারীর তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই ফের ভয়ানক পরিমাণে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ডবল ভ্যাকসিন নিয়েও সাধারণ মানুষের পাশাপাশি বাদ পড়েননি তারকারা। কোভিড-জ্বরে রীতিমতো কাঁপছেন বলিউড থেকে টলিপাড়ার তারকারা। এবার নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ দিলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
শনিবার অরিজিৎ জানান, সস্ত্রীক করোনায় আক্রান্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই খবর। শারীরিক কোনও অসুবিধে নেই। কোনও উপসর্গও নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত অরিজিৎ এবং তাঁর স্ত্রী হোম আইসোলেশনে রয়েছেন। গায়কের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। অরিজিৎ সিংয়ের পোস্টে আরোগ্যও কামনা করেছেন তাঁরা।
[আরও পড়ুন: ‘করোনা শরীরে কড়া প্রভাব ফেলেছিল, কিচ্ছু মনে থাকত না!’, কোভিড-যুদ্ধ নিয়ে বললেন দীপিকা]
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও।
গত ২ দিনে রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব-রুক্মিণী, সোহম, বনির মতো একাধিক তারকার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বিনোদন ইন্ডাস্ট্রিতে মারণ ভাইরাসের থাবা ক্রমশ যেভাবে চওড়া হচ্ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। একের পর এক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেই চলেছে। এবার সেই তালিকাতেই নবসংযোজন অরিজিৎ সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন