Advertisment

অমৃতা-রণজয়ের বাংলা অ্যাকশন-ড্রামা এবার নেটফ্লিক্সে 

নেটফ্লিক্সে প্রথমবার স্ট্রিমিং হতে চলেছে বাংলা ওয়েব সিরিজ। যার নেপথ্যে রয়েছেন পরিচালক অরিন্দম বসু। ছয়টি পর্বের এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছে অমৃতা চট্টোপাধ্যায় ও রণজয়। 

author-image
IE Bangla Web Desk
New Update
boxed

অরিন্দম বসুর ওয়েব সিরিজে রয়েছেন অমৃতা ও রণজয়।

এবার ওয়েব সিরিজের কাজে মন দিচ্ছেন পরিচালক-লেখক অরিন্দম বসু। সম্ভবত এটাই প্রথম বাংলা ওয়েব সিরিজ যা নেটফ্লিক্সের স্ট্রিমিং হবে। অমৃতা চট্টোপাধ্যায় ও রণজয় অভিনীত এই সিরিজের নাম 'বক্সড'। ছয়টি পর্বের এই সিরিজ পরিচালকের দ্বিতীয় কাজ। ছবিতে রণজয় ও অমৃতা ছাড়াও রয়েছেন রেচেল হোয়্যাইট, পারিজাত চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা মুখোপাধ্যায়রা।

Advertisment

এই সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছেন হরিত রন্ত। তিনি বললেন, ''অরিন্দমের লেখা গল্প আমাকে নাড়া দিয়েছিল। ভীষণ ভাল লিখেছে ও। ওর সঙ্গে প্রজেক্টটা করতে পেরে অত্যন্ত খুশি। তাছাড়া সম্ভবত এটাই প্রথম বাংলা ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে চলেছে।''

আরও পড়ুন, কালীপুজোর ভাসানে জমিয়ে নাচলেন রাজ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

এই অ্যাকশন-থ্রিলারের মুখ্য ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে। অমৃতা এদিন বলেন, ''সিরিজের গল্পটা যেমন আর্কষণীয়, তেমনই চরিত্ররাও। অনেকগুলো স্তর রয়েছে। সিরিজে মুখ্য মহিলা চরিত্রের জন্য অরিন্দমদা আমায় বলেছিল অনেক আগেই। চরিত্রটা ভীষণ গোছানো, সঙ্গে জটিলও। কাজটা শুরু করবার জন্য মুখিয়ে ছিলাম''।

রণজয়ও ভীষণ এক্সসাইটেড কাজটা নিয়ে। তিনি বললেন, ''চিত্রনাট্যটা প্রথমবার শুনে গায়ে কাঁটা দিয়েছিল। আমার জন্য কাজটা চ্যালেঞ্জিং। আমি কেবল চরিত্রগুলোর মিশেলে গা ভাসিয়ে দেব।''

arindam basu পরিচালক অরিন্দম বসু।

আরও পড়ুন, ‘কপালকুণ্ডলা’-র ভূমিকায় কে? কী বলছে টেলিপাড়ার গুঞ্জন

'বক্সড' নিয়ে পরিচালক বলেন, ''অভিরূপ অসাধারণ চিত্রনাট্য লিখেছে, যেটা আপনাকে অস্বস্তিতে ফেলবে। যদিও সঙ্গীত পরিচালনা দিব্যেন্দু মুখোপাধ্যায়ই করবে। ওর প্রতিভায় আমার পূর্ণ আস্থা রয়েছে। ওদের সাহস রয়েছে। ক্যামেরার পিছনে রূপাঞ্জন পাল থাকবে। আর সিরিজটা সম্পর্কে বলতে পারি, এটা দেখার পর আপনার অতীত আপনাকে তাড়া করে বেড়াবে''। আপাতত প্রি প্রোডাকশনের কাজ চলছে।

Netflix web series
Advertisment