Advertisment

ওড়িশায় 'খেলা যখন' শুটিংয়ে বিপত্তি! হোটেলের বিল না মেটানোয় আটক টিমের ৩ সদস্য

বকেয়া টাকার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। কী বলছে প্রযোজনা সংস্থা?

author-image
IE Bangla Web Desk
New Update
Arindam Sil, Khela Jakhan, Mimi Chakraborty, অরিন্দম শীল, খেলা যখন, মিমি চক্রবর্তী, Bengali news today

হোটেলের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ 'খেলা যখন' টিমের বিরুদ্ধে

অতিমারী পেরিয়ে দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে অরিন্দম শীলের (Arindam Sil) 'খেলা যখন' সিনেমার শুটিং। মূল চরিত্রে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কলকাতার পর গোটা শুটিং টিম নিয়ে ওড়িশায় উড়ে যান পরিচালক। সিনেমার সিংহভাগ শুট সেখানেই হয়েছে। শুটিং শেষ হওয়ার পর পুরো টিমেরই কলকাতা ফেরার পালা। আর সেখানেই বাঁধে বিপত্তি! মিমি-অরিন্দমের 'খেলা যখন' টিমের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া রেখেছেন। শুধু তাই নয়, কলাকুশলীদের পারিশ্রমিকও বাকি রয়েছে। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই টিমের তিন সদস্যকে আটকে রেখেছেন হোটেল কর্তৃপক্ষ।

Advertisment

উল্লেখ্য, ওড়িশার বিভিন্ন অঞ্চলে শুটিং হওয়ায় একাধিক হোটেলে থেকেছে গোটা টিম। ৭টা হোটেলের বকেয়া টাকার পরিমাণও অনেক। সেখানকার হোটেল কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী কোনও হোটেলে ১ লক্ষ টাকার বেশি বিল বাকি তো আবার কোনও হোটেলে ১০ হাজার কিংবা ৭ হাজার করেও বকেয়া রয়ে গিয়েছে টাকা। আর তা না দিতে পারাতেই টিমের ডিওপি আর দুই অ্যাসিস্ট্যান্টকে আটক করে হোটেল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, টাকা না মেটানো হলে কিছুতেই ছাড়া হবে না তাঁদের। এদিকে 'খেলা যখন' (Khela Jakhan) শুট শেষ করে বাকিরা কলকাতায় ফিরে এসেছে।

<আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: ‘নবাব’ হয়েও গণেশপুজো! ছবি শেয়ার করতেই তুমুল কটাক্ষ সইফ-করিনাকে>

এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে, বকেয়া টাকার ৮০ শতাংশ মেটানো হয়েছে। তবে বাকি টাকা দেওয়ার আগে আমার বিলগুলো রি-চেক করছিল প্রযোজনা সংস্থার কর্মীরা। তার জন্যই দু'দিন সময় চাওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণে ভুল বোঝাবুঝির জন্য ইউনিটের তিন সদস্যকে আটকে রাখেন তাঁরা। তবে অতিরিক্ত পাওনা মিটিয়ে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে তাঁদের।

সিনেমায় মিমি ছাড়াও রয়েছেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mimi chakrabarty Arindam Sil Khela Jakhan
Advertisment