/indian-express-bangla/media/media_files/2025/08/24/arjun-bijlani-2025-08-24-17-39-28.jpg)
কী জানালেন অভিনেতা?
কিছুদিন আগে টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি একটি রহস্যময় ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তাঁকে জীবনে একটি 'কঠিন সিদ্ধান্ত' নিতে হয়েছে। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী নেহার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ায়। এমনকি অনেকেই ধারণা করেছিলেন, তিনি নাকি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৯-এ যোগ দিচ্ছেন।
এইসব গুঞ্জনের ইতি টানতে অর্জুন সম্প্রতি আরেকটি রোম্যান্টিক ভিডিও পোস্ট করেছেন, যেখানে নেহার সঙ্গে খুশির মুহূর্তগুলো শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়েছেন- “আমার আগের পোস্টের প্রতিটি কথাই আমি ভেবেচিন্তেই বলেছিলাম। তবে এটা আমার ডিভোর্স বা বিগ বসে অংশগ্রহণের ইঙ্গিত নয়। আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে না, আর বিগ বসও করছি না (হাসির ইমোজি)। আমি এখানে শুধু ‘উত্থান’-এর জন্য এসেছি! সোমবার এই বিষয়ে আপডেট দেব, চোখ রাখুন।”
Bigg Boss New Season: রহস্যের অবসান, ফাঁস হল সব নাম, কারা থাকছেন এবার সলমনের বিগ বসে?
তার এই মন্তব্যে আবার নতুন জল্পনা শুরু হয়েছে যে তিনি হয়তো অশনীর গ্রোভারের এমএক্স প্লেয়ার শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর অংশ হতে পারেন। এর আগে আবেগঘন ভিডিওতে অর্জুন বলেছিলেন- "আমার পরিবার, আমার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এমন এক পথে হাঁটতে হচ্ছে, যা কখনো কল্পনাও করিনি। জীবনে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয়, যা সবচেয়ে কঠিন।"
অপরদিকে, অশনীর গ্রোভারের শোয়ের টিজার অনুযায়ী, এতে ১৬ জন পরিচিত ব্যক্তিত্ব অংশ নেবেন। তারা ৪২ দিনের জন্য একটি বাড়িতে বন্দি থাকবেন, যেটি দুই ভাগে বিভক্ত- উপরের অংশে থাকবেন ধনী ও ক্ষমতাবানরা, যাদের বলা হচ্ছে “তারা দুনিয়াকে নাচিয়ে তোলেন”। নিচের তলায় থাকবেন সাধারণ প্রতিযোগীরা।