বেশ কিছুদিন আগেই জানা গিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হচ্ছে শুভ্রজিৎ মিত্রর ছবি 'অভিযাত্রিক'। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯এর ‘অপুর সংসার’-এ। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে আসছে অপু। ছবিতে অপুর ভূমিকায় দেখতে পাওয়া যাবে অর্জুন চক্রবর্তীকে।
আসলে এই অপুকে নিয়েই যত সমস্যা। প্রথমে এই চরিত্রটি করার কথা ছিল আরিফিন শুভর। কিন্তু বাধ সাধল ভিসা। আবার নতুন করে খোঁজ শুরু হল এই চরিত্রের। অবশেষে জানা গেল অর্জুন চক্রবর্তী অভিনয় করছেন অপুর ভূমিকায়। পরিচালক শুভ্রজিৎ মিত্র বলেছিলেন, ”না শুভ কাজটা করতে পারছে না। ভিসা না পাওয়ার কারণেই ছবিটা থেকে সরতে হচ্ছে ওকে। আপাতত নতুন অপুর খোঁজ করছি। দু-তিন জনের লুক টেস্ট করারও কথা চলছে। এখন দেখা যাক”।
আরও পড়ুন, শিশু অপহরণ এবং খুন, মহিলা সিরিয়াল কিলার সিরিজের নেপথ্যে সুমন
এরপরে এপার বাংলাতেই খোঁজ পাওয়া গেল অপুর। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯-তে ‘অপুর সংসার’ দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু। সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে অর্জুন। আর অ্যাডভেঞ্চার প্রিয় অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।
চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও। ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন। এই ছবিতে ফিরে আসবে অপর্ণাও, আর সেই চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়।