'নাইট ওয়াচম্যান'-এর ভূমিকায় অর্জুন চক্রবর্তী

'দ্য নাইট ওয়াচম্যান'-এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্ব রয়েছে রাজা মুখোপাধ্যায়ের কাঁধে। শুক্রবার অর্থাৎ ১৭ মে থেকেই হইচইয়ে স্ট্রিমিং হবে হাড়হিম করা এই থ্রিলার সিরিজ।

'দ্য নাইট ওয়াচম্যান'-এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্ব রয়েছে রাজা মুখোপাধ্যায়ের কাঁধে। শুক্রবার অর্থাৎ ১৭ মে থেকেই হইচইয়ে স্ট্রিমিং হবে হাড়হিম করা এই থ্রিলার সিরিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
arjun chakraborty

'দ্য নাইটওয়াচম্যান'-এর প্রথম ঝলকেই নজর কেড়েছেন অর্জুন।

পুজোয় ব্যোমকেশের সত্যকামকে মনে আছে কিংবা সোনাদার সাগরেদ! অর্জুন চক্রবর্তী,বরাবরই যেকোনও চরিত্রে প্রশংসা পেয়েছেন। এবার তিনি আসছেন নাইট ওয়াচম্যানের ভূমিকায়। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ 'দ্য নাইটওয়াচম্যান'। রহস্য রোমাঞ্চের এই সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন অর্জুন। ওয়েব দুনিয়ায় ডেবিউ করছেন অর্জুন।

Advertisment

'দ্য নাইটওয়াচম্যান'-এর প্রথম ঝলকেই নজর কেড়েছেন অর্জুন। পেশাদার খুনিদের একটি সংস্থা রয়েছে। তাদের নিয়ন্ত্রণ করার জন্য যে অফিসাররা থাকেন তাদের বলে নাইট ওয়াচম্যান। সেই খুনিদের নিশানায় এবার নিশীথ অর্থা‌ৎ অর্জুন। অবসাদে আক্রান্ত অনাথ এই ছেলেটি কীভাবে জড়িয়ে পড়ল এসবে তাই বলবে এই সিরিজের চিত্রনাট্য। চিঠির যোগসূত্রও রয়েছে এই সিরিজে।

Advertisment

আরও পড়ুন, স্বপ্নপূরণের আনন্দ, শুটিংয়ের কথা শেয়ার করলেন শাহরুখ

এখনও পর্যন্ত খুব কম কর্মাশিয়াল ছবিতে কাজ করেছেন অর্জুন চক্রবর্তী। ধারাবাহিকে সাড়া ফেললেও অরিন্দম শীলের ব্যোমকেশে সত্যকামের ভূমিকাতেই প্রথম সেভাবে জনপ্রিয় হন বড়পর্দায়। সামনেই মুক্তি পাচ্ছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে সব্যসাচী পুত্রকে। ইশা সাহার বিপরীতে ছবিতে অর্জুনের চরিত্রের নাম আবির।

সিরিজে অর্জুন ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, জয়দীপ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন। 'দ্য নাইট ওয়াচম্যান'-এর পরিচালনার দায়িত্ব রয়েছে রাজা মুখোপাধ্যায়ের কাঁধে। শুক্রবার অর্থাৎ ১৭ মে থেকেই হইচইয়ে স্ট্রিমিং হবে হাড়হিম করা এই থ্রিলার সিরিজ।

tollywood hoichoi Bengali Actor