/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/arjun-kapoor-and-kriti-sanon-embarks-on-new-journey-of-panipat-759.jpg)
পিরিয়ড ড্রামায় কাজ করছেন অর্জুন কাপুর ও কৃতী শ্যানন
শুরু হল আশুতোষ গোয়ারিকরের আপকামিং ছবির শুটিং। এই পিরিয়ড ড্রামায় কাজ করছেন অর্জুন কাপুর ও কৃতী শ্যানন। টুইট করে দুজনেই এই খবর জানালেন। ছবির স্বার্থে নিজের লুকও বদলে ফেলেছেন অর্জুন কাপুর। ন্যাড়া হয়ে দাঁড়ি-গোঁফও নাকি কামিয়ে ফেলেছেন। পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৬১ সালে। সেই যুদ্ধ নিয়েই ছবি বানাতে চলেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর।
অর্জুন কাপুর টুইট করে লেখেন, ''আশুতোষ স্যার ও টিমের সঙ্গে এমন একটা জার্নি শুরু করলাম যা আগে কখনও হয়নি''।
Embarking on a journey like never before... with Ashu sir & our entire team.#Panipat#PanipatShootBeginsToday@agpplofficial@AshGowariker#SunitaGowariker@visionworldfilm@RohitShelatkar@duttsanjay@kritisanonpic.twitter.com/BodlayC4ny
— Arjun Kapoor (@arjunk26) November 30, 2018
সোশালে শেয়ার করেছেন কৃতী শ্যাননও। তিনি বললেন, ''নতুন অধ্যায়''।
Our #Panipat journey begins today. Super excited for this new chapter.. gonna join you guys in 2days.. lets do this! ????????♥️♥️ #PanipatShootBeginsToday@agpplofficial@AshGowariker#SunitaGowariker@visionworldfilm@rohitshelatkar@duttsanjay@arjunk26pic.twitter.com/bhaLTBpwAB
— Kriti Sanon (@kritisanon) November 30, 2018
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত। অশোক চন্দ্রধরের হিন্দি উপন্যাস 'দ্য ডায়লগ ফর পানিপথ' অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। বইয়ে পানিপথের তৃতীয় যুদ্ধের উল্লেখই রয়েছে। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সুনীতা গোয়ারিকর। এজিপিপিএলের সঙ্গে মিলে পানিপথের প্রযোজনা করছেন তিনি।
আরও পড়ুন, অমিতাভ-সলমন নয়, একতা কাপুরের রূপকথার রসায়নই হিট
এরআগে অর্জুনের ছবি নমস্তে ইংল্যান্ড খুব একটা সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে। পরিনীতি চোপড়ার সঙ্গে সেই ছবির ব্যর্থতা কাটিয়ে উঠে নতুন ছবির শুটিংয়ে মনোনিবেশ করলেন তিনি। মারাঠি রানির ভূমিকায় অভিনয় করছেন কৃতী। ছবিতে মারাঠা সংলাপ থাকবে। তাই রীতিমতো মারাঠি ভাষার প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে।
ছবির মুক্তির তারিখ এ বছরের ৬ ডিসেম্বর।
Read the full story in English