প্রসঙ্গত, সোমবার রাতেই মুম্বইয়ের চেম্বুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। আর মঙ্গলবার সকালেই নগ্ন ফটোশুট ইস্যুতে রণবীর সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯- মোট ৪টি ধারায় এফআইআর দায়ের হয়েছে বলিউড অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি দীপিকা-পতির বিরুদ্ধে জুড়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের আওতায় ৬৭এ ধারাও জুড়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! ‘পুরুষের এমন নগ্ন শরীর দেখে লজ্জায় পড়েছেন মহিলারা, আঘাতপ্রাপ্ত হয়েছে নারীদের ভাবাবেগ..’, এমন দাবি তুলেই বলিউড সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে (FIR against Ranveer Singh) মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
দিন কয়েক ধরেই রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট ইস্যুতে তোলপাড় নেটদুনিয়া তথা বি-টাউন। অনুরাগীদের মন্তব্য, ক্যামেরার সামনে নগ্ন হওয়া চারটিখানি কথা নয়! সে পুরুষ হোক কিংবা মহিলা। ‘বুকের পাটা লাগে বস..!’ মিলিন্দ সোমান ছাড়া বর্তমান প্রজন্মের আর কোনও অভিনেতা এমন দুঃসাহস দেখিয়েছেন বলে মনে হয় না। সেই প্রেক্ষিতেই গাল্লিবয় অভিনেতার হয়ে সুর চড়িয়েছেন বলিউডের একাংশ। এবার রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে মু খুললেন বন্ধু অর্জুন কাপুর।
Advertisment
অর্জুনের মন্তব্য, "রণবীর যেরকম পাগল, এটা তো ওর জন্য কিছুই নয়। তবে আমার মনে হয়, আমাদের ওঁকে প্রশংসা করা উচিত। ও যে সাহসটা দেখিয়েছে তার জন্য খুশি ও গর্ববোধ করা উচিত। রণবীর নিজের শরীর নিয়ে গর্বিত, তাই দ্বিধা না রেখেই সেটা স্বচ্ছন্দে দেখাতে পারে। আমি তো ওকে ফউলমার্কস দেব।.."