Advertisment
Presenting Partner
Desktop GIF

সোহম 'মহানায়ক', দেব 'বঙ্গভূষণ'! 'রাজনীতিতে নেই বলেই জিৎ বাদ?', চরম কটাক্ষ অনুরাগীদের

ক্ষুব্ধ জিৎ-অনুরাগীরা। পোস্টে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jeet, Actor Producer Jeet, Jeet fans, জিৎ, অভিনেতা প্রযোজক জিৎ, Soham Chakraborty Mahanayak, Nusrat Jahan Mahanayika Award, জিৎ অনুরাগী, Soham Nusrat, SSC দুর্নীতি, Banga Bibhushan 2022, Banga bhushan 2022, Mamata Banerjee Soham Nusrat, টলিউডের খবর, নুসরত জাহান, সোহম চক্রবর্তী, সোহম নুসরত, মমতা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, বঙ্গভূষণ ২০২২, বঙ্গবিভূষণ ২০২২, মহানায়ক সম্মান, মহানায়িকা সম্মান, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তর, Indian Express Entertainment News, Entertainment News Live, Bengali News today

জিৎ বঙ্গসম্মান না পাওয়ায় ক্ষুব্ধ নায়কের অনুরাগীরা

সোহম চক্রবর্তী, নুসরত জাহানকে মহানায়ক সম্মান। দেব (Actor MP Dev received Banga Bhushan 2022) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta received Banga Bhushan) পেলেন বঙ্গভূষণ। জিৎ বাদ গেলেন কেন? প্রশ্ন তুলে ধুন্ধুমার নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ট্রোল-মিম।

Advertisment

প্রসঙ্গত, SSC দুর্নীতি কাণ্ডে রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে ‘বঙ্গ সম্মানের’ (Banga Bibhushan 2022) আয়োজন করা হয়েছিল সোমবার। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধী শিবিরের তরফে ছি ছি-কার পড়ে গিয়েছে! মুখ খুলেছেন অনীক দত্ত, শ্রীলেখা মিত্রের মতো বামপন্থী মনোভাবাপন্ন টলিউড তারকারা। বাদ যাননি আম জনতাও। তবে রাজ্য সরকারের বঙ্গসম্মান তালিকা দেখে চোখ কপালে উঠেছে নেটদুনিয়ার। তাঁদের দাবি, 'শাসকদল ঘনিষ্ঠ তারকাদেরকেই বেছে বেছে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। দেব, সোহম চক্রবর্তী, নুসরত জাহানরা যদি এই তালিকায় থাকেন, তাহলে জিৎ (Jeet) নেই কেন?' প্রশ্ন তুলেছেন জিৎ-অনুরাগীরা।

বঙ্গসম্মানের তালিকায় অভিনেতা-প্রযোজক জিতের নাম বাদ যাওয়ায় সোশ্যাল মিডিয়া এককথায় উত্তাল! অনুরাগীদের দাবি, 'জিৎ কোনও রাজনৈতিক শিবিরের সঙ্গে যুক্ত নন বলেই কি বঙ্গভূষণে ভূষিত করা হল না তাঁকে?' কেউ বা আবার প্রশ্ন তুলেছেন, 'নুসরত জাহান, সোহম চক্রবর্তীকে কেন মহানায়ক সম্মান দেওয়া হল?'

উল্লেখ্য, বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবেই অভিনয়ে অভিষেক হয় সোহম চক্রবর্তীর (Soham Chakraborty Mahanayak)। সত্যজিৎ রায়ের মতো বিশ্ববরেণ্য পরিচালকের ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহম। পরবর্তীতে কমার্শিয়াল সিনেমায় রীতিমতো 'হিট'অভিনেতা হয়ে ওঠেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদিমণি' সম্বোধন করে এই বিশেষ সম্মানের জন্য ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। এর আগে দেব-ও মহানায়ক সম্মানে ভূষিত হয়েছিলেন।

অন্যদিকে, ২০১১ সালে জিৎ-এর বিপরীতে 'শত্রু' ছবি দিয়ে টলিউডে পা রাখেন নুসরত জাহান। সেই প্রেক্ষিতে ১০ বছরের ফিল্মি কেরিয়ারে নুসরত (Nusrat Jahan) 'মহানায়িকা' সম্মান পেলেও জিৎ কেন বাদ গেলেন? যেখানে তারও আগে ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় 'সাথী'র মতো বিগ সুপারহিট সিনেমা উপহার দিয়ে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিলেন তিনি, বঙ্গভূষণের তালিকা দেখে সেই প্রশ্নই তুললেন জিৎ-অনুরাগীরা। অভিনেতা-প্রযোজক যদিও এপ্রসঙ্গ নিয়ে কোনওরকম মুখ খোলেননি।

<আরও পড়ুন: ‘দাঁত কেলাচ্ছে.. গন্ডারের দল..’, বঙ্গভূষণ নিয়ে বিস্ফোরক অনীক দত্ত>

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে যখন টলিউড ইন্ডাস্ট্রির তারকারা একের পর এক গেরুয়া ও সবুজ শিবিরে নাম লিখিয়েছিলেন, সেইসময়ে জিৎ মদনানিরও রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা রটে যায়! পরে অবশ্য সেই ভুল ভাঙে। এছাড়া জিৎ একাধিকবার বিভিন্ন সাক্ষাতে বলেছেন যে, তিনি রাজনীতির কিছুই বোঝেন না। তাই যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। সোমবার মমতা সরকারের বঙ্গসম্মানের তালিকা দেখে সেই প্রসঙ্গ টেনে এনেই জিৎ-অনুরাগীদের (Jeet Fans) মন্তব্য, 'উনি রাজনীতিতে নেই বলেই কি পুরস্কারটা পেলেন না?'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Soham Chakraborty Nusrat Jahan West Bengal Government tollywood Dev kolkata news jeet Entertainment News
Advertisment