‘রণবীর পাগল, এটা তো কিছুই নয়’, নগ্ন ফটোশুট বিতর্কে ফুট কাটলেন অর্জুন

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে এ কী বললেন ‘প্রাণের বন্ধু’ অর্জুন কাপুর? দেখুন।

Ranveer Singh, FIR against Ranveer Singh, Arjun Kapoor, Arjun Kapoor Ranveer Singh, Arjun Ranveer, অর্জুন কাপুর, রণবীর সিং অর্জুন, Ranveer Singh nude photoshoot, Entertainment Live updates, complaint registered against Ranveer Singh, Ranveer Singh viral photo, Ranveer-Deepika, Ranveer Singh news, রণবীর সিং, রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, রণবীর সিংয়ের ভাইরাল ছবি, নগ্ন রণবীর সিং, দীপিকা-রণবীর, Indian Express Entertainment News, Bengali news today, Live Entertainment News
রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট বিতর্কে মুখ খুললেন অর্জুন কাপুর

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে থানা-পুলিশ। বিতর্ক তুঙ্গে। মহিলাদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে। আর এর মাঝেই রণবীর সিংকে নিয়ে ফুট কাটলেন অর্জুন কাপুর (Arjun Kapoor on Ranveer Singh Nude Photoshoot)। মুখ খুললেন বন্ধুর বিতর্কিত নগ্ন ফটোশুট নিয়ে।

প্রসঙ্গত, সোমবার রাতেই মুম্বইয়ের চেম্বুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। আর মঙ্গলবার সকালেই নগ্ন ফটোশুট ইস্যুতে রণবীর সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯- মোট ৪টি ধারায় এফআইআর দায়ের হয়েছে বলিউড অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি দীপিকা-পতির বিরুদ্ধে জুড়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের আওতায় ৬৭এ ধারাও জুড়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়! ‘পুরুষের এমন নগ্ন শরীর দেখে লজ্জায় পড়েছেন মহিলারা, আঘাতপ্রাপ্ত হয়েছে নারীদের ভাবাবেগ..’, এমন দাবি তুলেই বলিউড সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে (FIR against Ranveer Singh) মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

দিন কয়েক ধরেই রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট ইস্যুতে তোলপাড় নেটদুনিয়া তথা বি-টাউন। অনুরাগীদের মন্তব্য, ক্যামেরার সামনে নগ্ন হওয়া চারটিখানি কথা নয়! সে পুরুষ হোক কিংবা মহিলা। ‘বুকের পাটা লাগে বস..!’ মিলিন্দ সোমান ছাড়া বর্তমান প্রজন্মের আর কোনও অভিনেতা এমন দুঃসাহস দেখিয়েছেন বলে মনে হয় না। সেই প্রেক্ষিতেই গাল্লিবয় অভিনেতার হয়ে সুর চড়িয়েছেন বলিউডের একাংশ। এবার রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে মু খুললেন বন্ধু অর্জুন কাপুর।

অর্জুনের মন্তব্য, “রণবীর যেরকম পাগল, এটা তো ওর জন্য কিছুই নয়। তবে আমার মনে হয়, আমাদের ওঁকে প্রশংসা করা উচিত। ও যে সাহসটা দেখিয়েছে তার জন্য খুশি ও গর্ববোধ করা উচিত। রণবীর নিজের শরীর নিয়ে গর্বিত, তাই দ্বিধা না রেখেই সেটা স্বচ্ছন্দে দেখাতে পারে। আমি তো ওকে ফউলমার্কস দেব।..”

[আরও পড়ুন: সোহম ‘মহানায়ক’, দেব ‘বঙ্গভূষণ’! ‘রাজনীতিতে নেই বলেই জিৎ বাদ?’, চরম কটাক্ষ অনুরাগীদের]

প্রসঙ্গত, শুধু অর্জুন কাপুর-ই নন, আলিয়া ভাটও রণবীর সিংয়ের সমর্থনে বলেছেন, “ওকে নিয়ে কোনওরকম খারাপ কথা শুনব না আমি। রণবীর আমার প্রিয় অভিনেতা।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Arjun kapoor on ranveer singhs nude photoshoot

Next Story
কঙ্গনার ‘এমার্জেন্সি’তে বাজপেয়ী শ্রেয়াস তলপাড়ে, জেপি হলেন অনুপম খের
Exit mobile version