Advertisment
Presenting Partner
Desktop GIF

Arjun Kapoor : 'মনে হয় আজও আমার সঙ্গেই আছে', অর্জুনের জীবনে কঠিন সময়! ফেস প্যাক লাগিয়ে ছবি পোস্ট মালাইকার

Arjun Kapoor And Malaika Arora : অর্জুন কাপুরের জীবনে এখন কঠিন সময়। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ভাল নেই সে কথা বারবার বুঝিয়েছেন অভিনেতা। অন্যদিকে ট্রেনের ভিতর থেকে ফেস প্যাক লাগিয়ে ছবি পোস্ট করলেন মালাইকা।

author-image
Kasturi Kundu
New Update
অর্জুনের জীবনে কঠিন সময়! ফেস প্যাক লাগিয়ে ছবি পোস্ট মালাইকার

অর্জুনের জীবনে কঠিন সময়! ফেস প্যাক লাগিয়ে ছবি পোস্ট মালাইকার

Arjun Kapoor And Malaika : মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেল প্রায় অনেকগুলো দিন। তবুও যেন অতীতের স্মৃতি যেন তাড়া করছে। সদ্য মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের সিংহম এগেইন। ছবি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলার মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে খুল্লামখুল্লা কথা বলেন অভিনেতা। একাকীত্ব কী ভাবে তাঁকে গ্রাস করেছে, ২০১২ সালে মা-কে হারানোর পরও খুব খারাপ সময় কাটিয়েছেন অর্জুন কাপুর। কোনও রাখঢাক না করেই অকপটে বলেন ইশকজাদে খ্যাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় মায়ের স্মৃতিচারণা করে আরও এক মন খারাপি পোস্ট। জীবনের কঠিন সময় মাকে সঙ্গে নিয়েই চলতে চায় এ মন। কিন্তু, ইচ্ছে থাকলেও তো সেই উপায় নেই। তাই মা সবসময় কাছে সেই অনুভূতি পেতে পিঠে এক বিশেষ ট্যাটু করলেন অর্জুন কাপুর। 

Advertisment

সমাজমাধ্যমের পেজে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন বলি অভিনেতা। ট্যাটু করার ছবি শেয়ার করে অর্জুন লেখেন, 'ভগবান তোমার সঙ্গে আছেন। আমার মা সবসময় এটাই বলতেন। ভাল-খারাপ সবসময়ই তিনি তোমার সঙ্গে আছেন। আজকের দিনেও আমি বিশ্বাস করি মা আমার সঙ্গেই আছেন। আমাকে সঠিক পথ দেখাচ্ছেন। আমার উপর তাঁর দৃষ্টি রয়েছে'।

আরও লেখেন, 'সিংহম এগেইন রিলিজের সন্ধ্যায় আমি এই ট্যাটুটা তৈরি করেছি। আমি যখন জীবনের আরও এক নতুন চ্যাপ্টার শুরু করলাম তখন মা আমার সঙ্গে সবসময় থাকুক। মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে  ভরসা দেওয়ার জন্য, নিজের প্রতি বিশ্বাস রাখার জন্য। রব রাখা।' অনশূলা কাপুর থেকে পরিণীতি চোপড়া, রেমো ডিসৌজা-রা অর্জুনের কমেন্টে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।

 উল্লেখ্য, অর্জুন সম্প্রতি তাঁর সমাজমাধ্যমের পেজে রাঘব ঘরণীর সঙ্গে বিজ্ঞাপনের একটি শ্যুটিংয়ে খুনসুটির মুহূর্ত ভাগ করেন। একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় অর্জুনের পোস্টে মন খারাপের সুর তখন অন্যদিকে মালাইকা কিন্তু, বেশ খোশ মেজাজে। ইনস্টা স্টোরিতে ভারতীয় রেলের ভিতর থেকে একটি ছবি পোস্ট করেছেন। 

যেখানে তিনি শুয়ে আছেন আর মুখে ফেস প্যাক মেখে ফোন ঘাটছেন। এই ছবি শেয়ার করে মজা করে মালাইকা লেখেন, 'মেক ইট পস।' মায়ানগরী মুম্বইয়ে মিস্ট্রি ম্যানের হাত ধরে সেলেব প্যাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন বলিউডের মুন্ন। তবে মালাইকার সঙ্গে যাকে বারবার দেখা যাচ্ছে তিনি কে, সেই বিষয়ে একেবারে স্পিকটি নট অর্জুনের প্রাক্তন।  

 

Bollywood Couple Bollywood Actor Malaika Arora bollywood movie arjun kapoor Bollywood News bollywood actress
Advertisment