scorecardresearch

সেনা দিবসে জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য, যুদ্ধের নেপথ্য কাহিনী নিয়ে ছবির ঘোষণা বিবেক ওবেরয়ের

নরেন্দ্র মোদীর বায়োপিকের পর আবারও নয়া ছবি বিবেকের।

Vivek Oberoi, Vivek Oberoi short film, Verses of War, Army Day 2022, বিবেক ওবেরয়, ভার্সেস অফ ওয়ার, সেনা দিবস ২০২২, bengali news today
বিবেক ওবেরয়

ভারতীয় সেনা দিবস উপলক্ষে অভিনব শ্রদ্ধার্ঘ্য। নতুন ছবির ঘোষণা করলেন বিবেক ওবেরয়। নিজের সোশ্যাল মিডিয়াতেই এই খবর জানান অভিনেতা।

সিনেমার নাম ‘ভার্সেস অফ ওয়ার’। এই বিশেষ দিন উপলক্ষে অবশ্য শুধু ছবির নাম জানিয়েই ক্ষান্ত থাকেননি বিবেক। পাশাপাশি সিনেমার টিজারও প্রকাশ্যে নিয়ে এলেন। ঝলকের শুরুতেই দেখা গেল দেশমাতৃকার নিরাপত্তার দায়িত্বে বন্দুকধারী বিবেক ওবেরয়কে। এক জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন। টিজার শুরু হয়েছে কবিতার মাধ্যমে। প্রত্যেকটা শব্দে দেশপ্রেমের ছোঁয়া।

মুক্তির দিন হিসেবেও বেছে নিয়েছেন সাধারণতন্ত্র দিবসকে। আগামী ২৬ জানুয়ারী মুক্তি পাচ্ছে এই ছবি। তবে বিবেকের ‘ভার্সেস অফ ওয়ার’ পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবি। সিনেমায় বিবেক ছাড়াও অভিনয় করেছেন রোহিত রায়। ১৫ বছর পর একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করলেন দুই অভিনেতা। বিবেক যেখানে একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছেন, সেখানে রোহিত রায়কে দেখা যাবে একজন পাকিস্তানি সেনা আধিকারিকের চরিত্রে।

[আরও পড়ুন: ‘সামান্থার সঙ্গেই অনস্ক্রিন রসায়ন সবথেকে ভাল’, বিচ্ছেদের পরও ভুলতে পারেননি নাগা চৈতন্য]

পরিচালনা করেছেন প্রসাদ কদম। এই শর্টফিল্ম মুক্তি পাবে FNP মিডিয়া ইউটিউব চ্যানেলে। ‘ভার্সেস অফ ওয়ার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিবেক জানান, “দেশের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই, যাঁরা সর্বদা আমাদের নিরাপত্তার চাদরে মুড়ে রাখেন। যাঁরা আমাদের শান্তি বজায় রাখার জন্য নিঃস্বার্থভাবে নিজেদের প্রাণ বলিদান দেন, সেসব হিরোদের কখনও ভুলে যাওয়া উচিত নয় আমাদের।”

প্রসঙ্গত, শেষবার ২০১৯ সালে মোদীর বায়োপিকে পর্দায় ধরা দিয়েছিলেন বিবেক ওবেরয়। যদিও সেই ছবি নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে। এমনকী বক্স অফিসেও মুখ থুবড়ে পরেছিল সেই ছবি। তবে এই শর্টফিল্ম যে দর্শকদের নিরাশ করবেন না, টিজারেই তার ঝলক মিলল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Army day 2022 vivek oberois short film verses of war teaser