Bollywood Actor: মারাত্মক অর্থসংকট! বাসে চেপে লিপস্টিক-নেলপলিস বেচে দিন গুজরাণ, জনপ্রিয় অভিনেতার কষ্টে চোখে জল অনুরাগীদের

Bollywood actor Who Sold Lipstick: একটা সময় মারাত্মক কষ্টে দিন কাটিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। পেটের দায়ে বাসে চেপে মুম্বইয়ের বান্দ্রা থেকে বরেলিতে বাড়ি বাড়ি ঘুরে লিপস্টিক-নেলপলিস বিক্রি করতেন। কে সেই অভিনেতা যিনি আজ অভিনয় দক্ষতায় দর্শকের দিল জিতে নেন?

Bollywood actor Who Sold Lipstick: একটা সময় মারাত্মক কষ্টে দিন কাটিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। পেটের দায়ে বাসে চেপে মুম্বইয়ের বান্দ্রা থেকে বরেলিতে বাড়ি বাড়ি ঘুরে লিপস্টিক-নেলপলিস বিক্রি করতেন। কে সেই অভিনেতা যিনি আজ অভিনয় দক্ষতায় দর্শকের দিল জিতে নেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
লিপস্টিক-নেলপলিস বেচে দিন গুজরান

লিপস্টিক-নেলপলিস বেচে দিন গুজরান

jaya bachchan Changed Actor Life: আরশাদ ওয়ারসি, বলিউডি ছবির অত্যন্ত পরিচিত মুখ। সিরিয়াস চরিত্র হোক বা কমেডি,আরশাদের অভিনয় বারবার দাগ কেটেছে দর্শকের মনে। সিনেমার পাশাপাশি অসুরের মতো সিরিজেও অভিনয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন আরশাদ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আপকামিং মুভি কিং-এ প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন। কিন্তু, জানেন একটা সময় কতটা কষ্টে কেটেছে আরশাদের? বাড়ি বাড়ি ঘুরে লিপস্টিক বিক্রি করে অর্থ উপার্জন করেছেন। এমন দিনও কাটিয়েছেন অভিনেতা! অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আরশাদ। মুম্বইয়ের একটি বাংলোতে পরিবারের সঙ্গে থাকতেন রুপোলি পর্দার সার্কিট। কিন্তু, আইনি জটিলতার জেরে একটা সময় বাড়ি-ঘর সব হারিয়েছিলেন। 

Advertisment

এরপর জুহুর বাংলোও হাতছাড়া হয়। অবশেষে এক কামড়ার একটি ফ্ল্যাটই হয়েছিল আরশাদের ঠিকানা। ছেলেবেলায় বাবাকে হারিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে মাথার উপর থেকে বাবার আশীর্বাদী হাতটা সরে যাওয়ার দু'বছরের মধ্যে মাকেও হারান। এই রকম পরিস্থিতিতে মারাত্মক আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন আরসাদ ওয়ারসি। দশম ক্লাস পাস করার পর অর্থের অভাবে স্কুলও ছেড়ে দিতে হয়। দৈনন্দিন জীবনযাপনের প্রাথমিক চাহিদা পূরণ করতে বাড়ি বাড়ি ঘুরে লিপস্টিক-নেলপলিশ বিক্রি করেছেন আরশাদ ওয়ারসি। বরেলি থেকে বান্দ্রায় বাসে চেপে এই কাজ করেও দিন গুজরান করেছেন অভিনেতা। এছাড়াও ফটো ল্যাব, মহেশ ভট্টের Kaash, Thikana-য় অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করেছেন। 

আরও পড়ুন: প্রচণ্ড মন খারাপে 'স্যাড মুভি' দেখতে চান? শাহরুখ-সলমন-আমিরের এই ছবিগুলো দেখলে হাউহাউ করে কাদবেন

কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে পাচ্ছিলেন। আকবর সামির নাচের গ্রুপে যোগ দিয়েছিলেন। পরে কোরিওগ্রাফার হয়ে যান আরশাদ ওয়ারসি। বেশ কিছু স্টেজ পারফর্মও করেছিলেন। সেখান থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ। আরশাদের ট্যালেন্ট সর্বপ্রথম নজর কেড়েছিল অমিতাভ পত্নী জয়া বচ্চনের। ১৯৯৬ সালে 'তেরে মেরে স্বপ্নে' -র জন্য অডিশন দিতে বলেছিলেন অভিনেতাকে। অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে। আরশাদও সেই ফল পেয়েছেন। বেশ কিছু হিন্দি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন। কিন্তু, ২০০৩ সালে মুন্না ভাই এমবিবিএস-এর পর লাইমলাইটে আসেন আরশাদ। এরপর গোলমাল সিরিজ সহ একাধিক সিনেমায় তাঁর অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছে।

Advertisment

আরও পড়ুন: 'সলমনের মতোই এবার তোমার বাড়িও...', ভাইজানের পর লরেন্সের নিশানায় কোন অভিনেতা? জড়াল বিগ বস সদস্যের নাম!

arshad warsi Bollywood Actor Bollywood News bollywood movie