জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই যে সমান অধিকার। বিভেদের রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে, যে স্থান, কাল, পাত্র ভুলে গিয়েই। সেই কথাই বলবে আয়ুষ্মান খুরানার 'আর্টিকল ১৫'। সোমবার ৩.৯৭ কোটি টাকা আয় করেছে আয়ুষ্মান খুরানার ছবি। কিন্তু চার দিনের শেষে 'আর্টিকল ১৫'-এর বক্সঅফিস রিপোর্ট বলছে অঙ্কটা ২৪.০১ কোটি। তবে ওপেনিংয়ের দিনে পাঁচ কোটি টাকা ছিল ছবির আয়।
ছবিতে আয়ুষ্মান অর্থাৎ অয়ন দু’টি মেয়ের খুনের তদন্ত করছে। এই মামলার গভীরেই লুকিয়ে রয়েছে অনার কিলিং, জাতিভেদের মতো সমাজের ভাইরাসগুলো। ছবিতে দেখা যাবে মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, মোহদ জীশান আয়ূব, সায়নী গুপ্ত, ঈশা তলওয়ারের মতো অভিনেতারা। শুধুমাত্র রবিবারই এই ছবি ব্যবসা করেছিল ৭.৭৭ কোটি টাকা। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন 'আর্টিকল ১৫'-এর বক্সঅফিস কালেকশন।
আরও পড়ুন, অভিনয় থেকে সরে গিয়েছেন জায়রা, সিদ্ধান্তে ক্ষুব্ধ তসলিমা
ইন্ডিয়ান এক্সপ্রেসর চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা 'আর্টিকল ১৫'-কে জরুরী ছবি বলেছেন। তিনি লিখেছেন, ''আর্টিকল ১৫-র সমস্ত চরিত্র বাস্তব জীবন থেকে নেওয়া। বাদায়ুনে দুই মেয়ের মৃত্যু (দেখানো হয় সালোয়ার কামিজ পরে দুটি মেয়ে গাছ থেকে ঝুলছে), গেরুয়া বসনের ‘মোহন্তজি’ যিনি জাতিভেদকে সামনে রেখে ভোটের রাজনীতির মুখ এবং অভাবনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে যান, ওঁর দলিত যুবরা (যদিও এটা ছবিতে ততটা দেখানো হয় না, আরও একটু দেখানো যেত, আমরা কেবল ঝলক দেখতে পাই)। হেডলাইনের সারি দেখতে পাওয়া যায় পরপর।'' যদিও ছবি মুক্তির দু'দিন পরেই তামিলরকার্স অনলাইলে ফাঁস করে 'আর্টিকল ১৫'।