Advertisment
Presenting Partner
Desktop GIF

Arun Govil: রামের জন্য ধার-দেনা পর্যন্ত হয়েছে, ডুবেছিল কেরিয়ার! কিন্তু মন্দির নির্মাণের আগেই উল্টো সুর গাইলেন অরুণ

Ayodhya Ram mandir: রামের চরিত্রে অভিনয় করেই সব শেষ হয় তাঁর। আর কাজ পাননি, তবে অযোধ্যা পৌঁছেই বিপরীতে হাঁটলেন পর্দার রাম?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arun govil, ramayan, ayodhya ram mandir

Arun Govil at ayodhya- অযোধ্যা পৌঁছে কী বললেন পর্দার রাম? ছবি-ইনস্টা

Arun Govil at Ayodhya: আগামীকাল রামমন্দির উদঘাটন। অযোধ্যা নরেশ এতবছর পর ফিরছেন নিজের ধামে। তাঁর মূর্তি ঘিরে যেমন নানা তত্ব দেখা যাচ্ছে তেমনই, গোটা শহর তথা দেশজুড়ে চলছে উৎসবের আয়োজন। বহুদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন রাম চরিত্রে অভিনয় করেছেন যিনি অরুণ গোবিল ( Arun Govil ) এবং সীতা মা দীপিকা চিখলীয়া ( Deepika Chikhlia )।

Advertisment

শেষ কিছুদিন তারা নানা জায়গা শুধু ভ্রমণ করছেন এমনটা নয়, তেমনই মানুষের ভালবাসা পেয়ে তারা আপ্লুত। অরুণ গোবিল যবে থেকে রামের চরিত্রে অভিনয় করেছেন তবে থেকেই মানুষের সম্মান তাঁর প্রতি বেড়ে গিয়েছে। যে যখন পেরেছে তখনই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আর এই বিষয়টা বেশ উপভোগ করেছেন তারা। তবে, মাঝেমধ্যেই তাঁকে বলতে শোনা যেত যে রাম চরিত্র করার পর, তাঁর অভিনয়ের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। যে দর্শক তাঁকে রামচন্দ্রের ভূমিকায় দেখেছে তারা অন্য ভূমিকায় তাঁকে দেখতে চাননি।

দীর্ঘ অনেকদিন পর, তাঁকে অক্ষয় কুমারের ( Akshay Kumar ) OMG- 2 ছবিতে তাঁকে দেখা গিয়েছে। একসময় কমার্শিয়াল ছবিতে অভিনয় করা অরুণ রামচন্দ্রের ভূমিকায় কাজ করার পর থেকে, আর অন্য চরিত্রে আর সুযোগ পাননি। সেই নিয়েও আফসোস করেছেন বহুবার। একটা সময় সংসার চালানো মুশকিল হয়ে যায়। শুধু তাই নয়, ধার দেনা পর্যন্ত হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু, আজ উল্টো সুর গাইলেন তিনি। অভিনেতা রামধামে গিয়েই যেন সব ভুলে গেলেন।

আরও পড়ুন - Nachiketa Chakraborty: ‘সারা দেশের ঠ্যাকা নিয়ে বসে নেই তো..’, রামনাম নয়! আগামীকাল কৃষ্ণভজন গাইবেন নচিকেতা

তিনি বললেন, "আমি রাম ভূমিকা থেকে বেরিয়ে আসতেই চাই না। যারা, আমায় এত ভালবেসেছেন, আমায় সম্মান দিয়েছেন তাদের এই প্রেম আমি কী করে ভুলি? আমি কোনোদিন চাই না যে এই ভালবাসা মানুষের শেষ হোক। ৩৭ বছর হয়ে গিয়েছে। মানুষ অভিনেতাদের ভুলে যায়, সেখানে তাদের কাজ মনে রাখা খুব অসম্ভব বিষয়। কিন্তু তারা আমায় মনে রেখেছেন। তবে, কিছু সময় তো ভগবানের ইচ্ছে থাকে। হয়তো, আমার মধ্যে রামপ্রেম ছিল। সেটা এই চরিত্রে অভিনয় করার পর আরও বেড়েছে। এই যে করিস্মা তিনি আমার ওপর করেছেন সেটাই তো সাংঘাতিক।"

"একসময় কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি। রাম যে করব, সেটা প্ল্যানিং ছিল কিন্তু এভাবে হয়ে যাবে সেটা আশা করি নি। এখন আমার একটা কথাই মনে হয়, যে ২০০-৪০০টা ছবি যদি করেও নিতাম রামের চরিত্রে অভিনয় না করে তাহলে কি এই সম্মান পেতাম? নিশ্চই না! তাই এই চরিত্র থেকে আমি বেরোতেই চাই না।"

bollywood tollywood Entertainment News Ram Mandir Ayodhya Ram Temple
Advertisment