Arun Roy Hospitalized: অবস্থা অত্যন্ত সংকটজনক, আরজি করে ভর্তি দেবের ছবির পরিচালক অরুণ রায়

Arun Roy In Critical Condition: অত্যন্ত সংকটজনক অবস্থা বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়ের। তিন দিন আরজি করে ভর্তি দেবের ছবির পরিচালক।

Arun Roy In Critical Condition: অত্যন্ত সংকটজনক অবস্থা বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়ের। তিন দিন আরজি করে ভর্তি দেবের ছবির পরিচালক।

author-image
Kasturi Kundu
New Update
আরজি করে ভর্তি দেবের ছবির পরিচালক অরুণ রায়

আরজি করে ভর্তি দেবের ছবির পরিচালক অরুণ রায়

চলচ্চিত্র জগতে যেন শনির দশা চলছে! একের পর এক শুধু খারাপ খবর। কখনও মৃত্যু সংবাদ তো কখনও অসুস্থতার খবর। দেব অভিনীত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিগত তিন দিন ধরে আরজি করে ভর্তি রয়েছেন তিনি। মেডিসিন ওয়ার্ডের HDU-তে ভর্তি রয়েছেন। অবস্থা বেশ আশঙ্কাজনক। পরিচালকের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন টলিউড অভিনেতা ও জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।

Advertisment

তিনি জানিয়েছেন, গত তিন দিন আরজি করে ভর্তি রয়েছেন পরিচালক অরুণ রায়। অবস্থা বেশ আশঙ্কাজনক। মেডিসিন ওয়ার্ডের HDU-তে তাঁর চিকিৎসা চলছে। উল্লেখ্য, কিঞ্জল নন্দ অভিনীত হীরালাল ছবিটি অরুণ রায়ের নির্দেশনাতেই তৈরি। 

প্রসঙ্গত, ২০২৩-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। ছবি চলাকালীনই শোনা গিয়েছিল তাঁর অসুস্থতার কথা। ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু, কাজের সঙ্গে কোনও সমঝোতা করতে নারাজ পরিচালক। গত বছরের শেষের দিকেও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Advertisment

হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীনও ছিলেন বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়। কেমোথেরাপির চলাকালীনও তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন। এমনকী শোনা যায়, বাঘা যতীনের শ্যুটিংয়ের সময় অসুস্থ থাকা স্বত্ত্বেও তিনি কিন্তু কাজ থামাননি। প্রথম স্টেজেই  খাদ্য়নালীতে ক্যানসার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। বাঘা-যতীন ছাড়াও অরণ্যের দিন রাত্রি ছবির কাজও শেষ করেছিলেন তিনি। 

জীবনের কঠিন সময়ও তিনি ভীষণ পজিটিভ। যখনই তাঁকে ক্যানসার সংক্রান্ত কোনও বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এই রোগ তো যে কারোরই হতে পারে। এটা তো কোনও আলোচ্য বিষয় হতে পারে না। পরিচালক অরুণ রায়ে মনোবলের তারিফ করেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। তিনি এই লড়াইয়ে জিতবেন বলেই আশাবাদী সকলে। 

Bengali Cinema Bengali Television Bengali Film Bengali News Bengali Film Industry