/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2024/12/24/3VRDkswilKym3gAfrFG8.jpg)
প্রয়াত 'বাঘা যতীন' খ্যাত পরিচালক অরুণ রায়
Arun Roy Passes Away:দীর্ঘ লড়াইয়ের অবসান। প্রয়াত পরিচালক অরুণ রায়। ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন 'বাঘা যতীন' সিনেমার পরিচালক অরুণ রায়। অত্যন্ত সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন দেবের ছবির পরিচালক। ১ জানুয়ারি তাঁর অবস্থার আরও অবনতি ঘটে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছিলেন, পরিচালক অরুণ রায়ের অবস্থা একেবারেই ভাল নয়। কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে 'হীরালাল' ছবির নির্মাতাকে। যাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ঘটেছিল কিঞ্জলের তাঁর মৃত্যুর খবরও অত্যন্ত দুঃখের সঙ্গেই নিশ্চিত করেছেন কিঞ্জল।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা দেবের আপ্তসহায়কের সঙ্গে। তিনি জানান, অরুণ রায়কে অবশ্যই শেষবারের মতো দেখতে যাবেন দেব। তবে আরজি করে যাবেন না। দেহ বাড়িতে এলে সেখানে শ্রদ্ধা জানাবেন তিনি। 'বাঘা যতীন' ছবির পরিচালকের অসুস্থতার খবর পেতেই হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন দেব।
সে দিন অরুণ রায় সামান্য কথা বলতে পারছিলেন। কিন্তু, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দের সঙ্গে কথা বলে জানা যায়, পরিচালকের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। যত দিন যাচ্ছে অবস্থার অবনতি হচ্ছে। ফুসফুসের সংক্রমণের মাত্রাও বাড়ছিল। কোনও অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে কাজ করছিল না।
নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। সকলে যখন বর্ষবরণের আনন্দে মেতে ছিল তখন জীবন-মৃত্যুর লড়াইয়ে জেতার চেষ্টা করছিলেন পরিচালক অরুণ রায়। কিন্তু, শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন।
প্রসঙ্গত, ২০২৩-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি 'বাঘা যতীন'। ছবি চলাকালিনই শোনা গিয়েছিল তাঁর অসুস্থতার কথা। ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু, কাজের সঙ্গে কোনও সমঝোতা করতে নারাজ পরিচালক।
গত বছরের শেষের দিকেও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীনও ছিলেন বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়। কেমোথেরাপির চলাকালীনও তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন।
জীবনের কঠিন সময়ও তিনি ভীষণ পজিটিভ। যখনই তাঁকে ক্যানসার সংক্রান্ত কোনও বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এই রোগ তো যে কারোরই হতে পারে। এটা তো কোনও আলোচ্য বিষয় হতে পারে না। পরিচালক অরুণ রায়ে মনোবলের তারিফ করেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কিন্তু, বছরের শুরুতই সব শেষ।