Advertisment

আধখানা হয়ে ঝুলছে আঙুল! রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে অরুণিমা ঘোষ

ব্যায়াম করতে গিয়ে বিপত্তি বাঁধালেন অভিনেত্রী!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arunima Ghosh, actress Arunima Ghosh, tollywood news, অরুণিমা ঘোষ, হাসপাতালে অরুণিমা, টলিউডের খবর

কেমন আছেন অরুণিমা ঘোষ?

ব্যায়াম করতে গিয়েই অঘটন। পা পিছলে পড়ে গিয়ে সজোড়ে ধাক্কা খেলেন কাচে। একেবারে রক্তারক্তি কাণ্ড। কাচ ঢুকে আঙুল এফোঁড়-ওফোঁড় করে দেয়। শেষমেশ হাসপাতালে অস্ত্রোপচার করাতে হল অরুণিমা ঘোষকে।

Advertisment

ঠিক কী ঘটেছে? ফ্ল্যাটের বারান্দায় শরীরচর্চা করছিলেন। হাতে ছিল ভারি ডাম্বেল। আচমকাই পা পিছলে কাচের ওপর পড়ে যান। আসলে মোজা পরে ব্যায়াম করতে গিয়েই এমন অঘটন। মুহূর্তের মধ্যে কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এমনকী এক টুকরো ভাঙা কাচ অরুণিমার আঙুল ভেদ করে বেরয়। অভিনেত্রী জানান, আধখানা আঙুল প্রায় ঝুলছে তখন। রক্ত থামার নাম নেই। শেষমেশ হাসপাতালে যেতে হয় অরুণিমা ঘোষকে। তারপর?

publive-image
অস্ত্রোপচারের পর হাসপাতালে অরুণিমা ঘোষ

<আরও পড়ুন: পরিচালক স্বামীর ওপর ভয়ঙ্কর চটলেন সুদীপ্তা! ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা.. কেন?>

publive-image

অরুণিমার হাতের অবস্থা দেখে তৎক্ষণাৎ ডাক্তাররা অপারেশন করানোর নির্দেশ দেন। মোট ১২টা সেলাই পড়েছে। আপাতত সেরে উঠছেন অভিনেত্রী। এদিকে আবার সামনেই তাঁর থাইল্যান্ড বেড়াতে যাওয়ার কথা। টিকিট কাটা থেকে হোটেল বুকিং সব হয়ে গিয়েছে। তাই আর প্ল্যান বাতিল করেননি। বন্ধুবান্ধবরা যাবেন সঙ্গে। তাঁরাই অরুণিমার খেয়াল রাখবেন। এমনটাই জানিয়েছেন পর্দার 'মায়াকুমারি'।

এদিকে বাংলা নববর্ষে মুক্তি পেতে চলেছে অরুণিমা ঘোষ অভিনীত 'কীর্তন'। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। 'মায়াকুমারি'তে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

tollywood tollywood news Arunima Ghosh Entertainment News
Advertisment