scorecardresearch

পরিচালক স্বামীর ওপর ভয়ঙ্কর চটলেন সুদীপ্তা! ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা.. কেন?

৮ বছরের সংসার! ‘বিস্ফোরক’ সুদীপ্তা, শোরগোল..

Sudipta Chakraborty, Sudipta Chakraborty husband, director Abhishek Saha, Hoichoi web series, Dakghar web series, Dakghar director, tollywood news, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তীর স্বামী, অভিষেক সাহা, হইচই ওয়েব সিরিজ, ডাকঘর, ডাকঘর পরিচালক, টলিউডের খবর
স্বামী অভিষেক সাহার ওপর চটলেন কেন সুদীপ্তা?

আট বছরের সুখের দাম্পত্য। লাইমলাইটের আলো থেকে দাম্পত্যকে দূরে রাখতেই পছন্দ করেন সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু আচমকা কী এমন হল, যার জন্য প্রকাশ্যেই স্বামী অভিষেক সাহার ওপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী? স্পষ্টবক্তা সুদীপ্তা সপাটে স্বামীকে বলে বসলেন, “তুমি প্লিজ চলে যাও…!”

সুদীপ্তা নিজেকে অসভ্য, বাতাল, বেয়াড়া বলেও সম্বোধন করেছেন। তাহেল কি দাম্পত্যে কোনও সমস্যা? অভিনেত্রীর সুদীর্ঘ পোস্টেই তার ঈঙ্গিত। সুদীপ্তা লিখলেন, “প্রায় তিন বছর ধরে দিনরাত এক করে, তিল-তিল করে বড় করে তুললে একটা বাচ্চাকে। সমস্তরকম প্রতিকূলতার সঙ্গে লড়ে গেলে তার জন্য। অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করলে প্রাণপণ। তারপর হঠাৎ একদিন শুনলে তার বাবা অন্য কেউ। বাচ্চাকে কেড়ে নিয়ে, তাকে রঙীন জামা পরিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। আজ সারা দুনিয়া সেই বাচ্চাটার প্রশংসা করছে (নাকি শুধু রঙ্গীন জামার-ই প্রশংসা করছে ?) আর সেটাকে আইসক্রিমের মত চেটেপুটে খাচ্ছে অন্য লোক। তুমি অশান্তি এড়াতে চুপচাপ গ্যালারিতে বসে খেলা দেখছ আর মিটিমিটি হাসছ!”

এখানেই অবশ্য শেষ নয়, সেই পোস্টে স্বামীর উদ্দেশে সুদীপ্তা এও যোগ করেন যে, “অভিষেক সাহা তোমার জন্য হিমালয়ে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। মাইরি বলছি, তুমি দয়া করে চলে যাও। দাড়ি-গোঁফ যা গজিয়েছে, ওরা তোমাকে এমনিই নিয়ে নেবে ওদের দলে। তোমার মতো মানুষ এই (অ) সভ্য দুনিয়া ডিসার্ভ করে না। আমি তোমার মতো শান্তিপ্রিয়, ভদ্র, মার্জিত বোধহয় নই। আর হতেও চাই না। এই অসভ্য বেয়াড়া, বাচাল বউকে গত ৮ বছর যমন সহ্য করছো.. খেলা হবে।”

[আরও পড়ুন: অন্য মেয়ের সঙ্গে ‘ফস্টি-নষ্টি’! অঙ্কুশকে হাতেনাতে ধরলেন শুভশ্রী, ফোন ঐন্দ্রিলাকে]

তবে গোটা পোস্টে স্বামী-স্ত্রীর ঝগড়ার কোনও ইঙ্গিত নেই। তাহলে সমস্যাটা কোথায়? সেটা নিয়েই ইন্ডাস্ট্রির অন্দরে জোর শোরগোল। হইচইয়ের সদ্য মুক্তি পাওয়া এক ওয়েব সিরিজ নিয়ে। দিতিপ্রিয়া রায় ও সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত ডাকঘর। জানা গেল, এই সিরিজের একটা বড় অংশ শুট করেছেন অভিষেক সাহা। তবে মতবিরোধের জেরে সরে আসেন। বাকি অংশ পরিচালনার দায়িত্ব পান অভ্রজিৎ সেন। এবার মুক্তি পেতেই গ্যাড়াকল! কারণ ডাকঘর-এর টাইটেল ক্রেডিটে কোথাও অভিষেক সাহার নাম নেই। শুধু অভ্রজিতের নাম। তবে এইবিষয়ে প্রতিবাদ করতে নারাজ অভিষেক। তাই স্বামীর হয়েই মুখ খুললেন সুদীপ্তা চক্রবর্তী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sudipta chakraborty angry on husband abhishek saha hoichoi dakghar director controversy