/indian-express-bangla/media/media_files/2025/10/23/arup-2025-10-23-15-10-11.jpg)
কে কে এলেন তাঁর ভাইফোঁটা অনুষ্ঠানে?
Bhai Phonta-Arup Biswas: আজ এক বিশেষ দিন। কারণ, আজ ভাইফোঁটা। দাদা-ভাইদের মঙ্গল কামনায় দিদি-বোনরা এদিন তাঁদের কপালে ফোঁটা দেন। আর অরূপ বিশ্বাস আয়োজিত ভাইফোঁটায় বরাবর উপস্থিত থাকেন অনেক তারকারা। বেশ কিছু চেনা মুখদের দেখা যায় এদিন। তারকা বিধায়ক এবং সাংসদরা তো বটেই, তাঁর সঙ্গে সঙ্গে দেখা যায় অনেক অভিনেত্রীদের।
এবার-ও ব্যতিক্রম না। প্রতিবছর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সায়নী ঘোষ থেকে রনিতা দাস এবং বাকি অনেকেই। তবে এবার কারা কারা এলেন? দেখা গেল এক নতুন মুখ-কেও। যেমন, দেখা গেল অপরাজিতা আঢ্যকে। অভিনেত্রী তাঁর নিজে হাতে করেই নিয়ে এলেন ভাইফোঁটার থালি। সেজেগুজে এলেন তিনি। পরনে হালকা মভ রঙের পোশাক, তাঁর হাসি দেখেই মন ভাল হয়ে যাওয়ার জোগাড়।
Bhai Phonta 2025-Manali Dey: রক্তের নয়, মনের বন্ধন, ভাই ফোঁটায় ইন্ডাস্ট্রির কোন অভিনেতাকে ফোঁটা দেন মানালি?
আর কাকে কাকে দেখা গেল? অরূপ বিশ্বাস নিজেই এসেছেন। বেশ কিছুক্ষন আগে। পরনে তসরের পাঞ্জাবি, বিশেষ দিনে সকলের সঙ্গে আলাপচারিতা সারলেন তিনি। আর কে কে এলেন? অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে এলেন সৌমিতৃষা এবং ঐন্দ্রিলা সেন। কৌশানি মুখোপাধ্যায়কে দেখা গেল এই অনুষ্ঠানে যোগ দিতে। পরনে সাদা রঙের শাড়ি, হাসিমুখেই সামিল হলেন সেই অনুষ্ঠানে। সৌমিতৃষা? বর্তমানে সরকার পক্ষের প্রায় সব অনুষ্ঠানেই থাকেন অভিনেত্রী। আজকেও দেখা গেল তাঁকে।
Amitabh Bachchan: হাসপাতালে যমে-মানুষে টানাটানি! অভিনেতাকে ফিরিয়ে আনতে মন্দিরে গড়াগড়ি খেলেন রাজকুমার?
আর দেখা গেল, সায়নী ঘোষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। নতুন সাংসদ ও বিধায়ক যদিও বা আগেও গিয়েছেন। এছাড়াও দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তৃনা সাহাকেও। অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায় এলেন একেবারে হালকা সাজে। এছাড়াও দেখা গেল জুন মালিয়াকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us