/indian-express-bangla/media/media_files/2025/10/23/manali-2025-10-23-13-53-07.jpg)
কাকে ফোঁটা দেন তিনি?
Bhai Phonta 2025: ভাই ফোঁটা- এই উৎসবের দিনটা সমস্ত ঝগড়া-মারামারি ভুলে ভাইবোনরা খুশির আনন্দে মেতে ওঠে। দাদা- এবং ভাইদের সুস্থতা ও মঙ্গল কামনায় এদিন বোনের যমের দুয়ারে কাঁটা রেখে আসে। এই উৎসব অনেকটা ভালবাসার। তবে, শুধুই কি রক্তের সম্পর্ক হলেই দাদা কিংবা ভাই হওয়া যায়? নাকি দুজনের মনের সম্পর্ক-ও অনেক কাছের হতে পারে? বলিউড ইন্ডাস্ট্রিতে যেমন বেশ কিছু অভিনেত্রী আছেন যারা পাতানো ভাই-দের রাখী বাঁধেন, এই ইন্ডাস্ট্রি-তেও আছেন এমন কিছু অভিনেত্রী।
তাঁর মধ্যে মানালি মনিশা দে অন্যতম। তাঁর নিজের দাদা নেই। মাসির ছেলেরা আছেন। তবে, ইন্ডাস্ট্রির বুকে এমন এক দাদা আছেন, যে তাঁর খুব কাছের। শুধু তাই নয়, যাকে ভাইফোঁটা না দিলে এই বিশেষ উৎসব তাঁর কাছে বেশ ফিকে। মানালির এই দাদা আজ সকাল হতেই ফোঁটা নিয়েছেন। তাঁর সঙ্গে বছর ১৪-১৫ সম্পর্ক তাঁর। অভিনেত্রীর কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে, তিনি কী কী বললেন?
Amitabh Bachchan: হাসপাতালে যমে-মানুষে টানাটানি! অভিনেতাকে ফিরিয়ে আনতে মন্দিরে গড়াগড়ি খেলেন রাজকুমার?
সকাল সকাল ফোঁটা দেওয়া এক্কেবারে কমপ্লিট। তাঁর এই বিশেষ দাদা উত্তর কলকাতার মানুষ। তিনি অভিনেতা শুভ্রজিত। বাগবাজারের এই মানুষটি বাংলার অভিনয় জগতের বেশ চেনা মুখ। মানালির পাতানো দাদা আর নেই তিনি। বরং একেবারে নিজের দাদাই হয়ে গিয়েছেন। অভিনেত্রী বলছেন, "প্রায় ১৫ বছর মতো হতে চলল। আমার কিন্তু মনে নেই শুরুটা কীভাবে হয়েছিল। দুজনের তরফেই একটা স্নেহ-ভালবাসা কাজ করেছিল হয়তো। এখন ওই মানুষটা আমার নিজের দাদা। আমার কাছে খুব সম্মানের জায়গায় রয়েছেন তিনি।"
Asrani Passed Away: মৃত্যুর আগের শেষ ভিডিও ভাইরাল, আসরানির নীরবে চলে যাওয়াকে সমর্থন করেই বড় দাবি অভিনেতার
আজ সকাল থেকে কী কী আয়োজন করলেন তিনি? দাদার জন্য স্পেশ্যাল কী করলেন? তিনি বললেন, আমার শুধু সকাল সকাল ফোঁটা হয়েছে। আর ও যেহেতু কচুরি- সিঙ্গারা খেতে ভালবাসে, তাই সকাল বেলা কেবল সেটাই হয়েছে। ওটাই আনা হয়েছিল ওর জন্য। আসলে আমার সঙ্গে ওর সম্পর্কটা সেই বউ কথা কৌ থেকেই। তারপর থেকেই ওকে আমি ফোঁটা দেওয়া শুরু করি। হয়তো, খাওয়াদাওয়া পরে হবে।
প্রসঙ্গে, মানালি ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে সিরিয়ালে-ও বেশ পরিচিত মুখ। এবং শুভ্রজিত তিনিও সিরিয়ালে বেশ চেনা মুখ। বেশ কিছু ছবিতেও কাজ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us