The Ba***ds of Bollywood review: তারকা ঝলক থাকলেও চমক হারাল 'বলিউড ব্যাড-অ্যাস', পড়ুন রিভিউ

The Ba***ds of Bollywood review: বলিউড ব্যাডস" ওয়েব সিরিজের রিভিউ পড়ুন। আরিয়ান খানের ডিরেক্টোরিয়াল ডেবিউ, শাহরুখ খানের ক্যামিও, ববি দেওলের অভিনয়সহ নেপোটিজম ও ইন্ডাস্ট্রির ভেতরের গল্প নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

The Ba***ds of Bollywood review: বলিউড ব্যাডস" ওয়েব সিরিজের রিভিউ পড়ুন। আরিয়ান খানের ডিরেক্টোরিয়াল ডেবিউ, শাহরুখ খানের ক্যামিও, ববি দেওলের অভিনয়সহ নেপোটিজম ও ইন্ডাস্ট্রির ভেতরের গল্প নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
badass

কেমন হল আরিয়ানের ডেবিউ কন্টেন্ট?

The Ba***ds of Bollywood review: ‘বলিউডের ব্যাড-অ্যাস’ নামটিই চূড়ান্ত আগ্রহপ্রবণ। কারণ এটি সরাসরি ইঙ্গিত করে সেই ধারণার দিকে। হিন্দি সিনেমার জগৎ ভরা ‘ব্যাডস’ বা খারাপ আচরণে। কিন্তু সমস্যাটা এখানেই: যেখানে ব্যাড বিহেভিয়ারকে কেন্দ্র করে নির্মাণ সফল হয়, সেখানে সিরিজটি মাঝপথেই যেন চেনা ছন্দে ফেরে। ও ক্লান্তিকর হয়ে ওঠে। 

Advertisment

শুরুতে বড় তারকাদের উপস্থিতি দর্শকের চোখ টানে। আমির খান, শাহরুখ খান (যিনি একই সঙ্গে পরিচালক আরিয়ান খানের বাবা), রণবীর কাপুর, রণবীর সিং, রাজকুমার রাও, অর্জুন কাপুর- সবাই একে একে হাজির। করণ জোহর তো শুধু ক্যামিও নন, পূর্ণাঙ্গ চরিত্রে আছেন। তবে এগুলো ক্ষণস্থায়ী ঝলক।  তবে অন্দরের কাহিনী একেবারে আলাদা, নবীন তারকাদের উত্থান দেখানোর যে গল্প, অতীতের বহুবার দেখা গল্পের পুনরাবৃত্তি মাত্র।

এই ধরনের সিরিজে স্বজনপ্রীতি (Nepotism), মাদককাণ্ড বা সমালোচকদের ‘বিক্রি হয়ে যাওয়া’ অভিযোগের মতো হট টপিক থাকবেই। প্রথম এপিসোডেই ‘এন-শব্দ’ উত্থাপিত হয়। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে, লক্ষ্য এবং রাঘব জুয়ালের মতো অভিনেতাদেরও দেখা যায়। কিন্তু তীক্ষ্ণ ব্যঙ্গের বদলে এখানে অনেক কিছুই হালকা আঘাত বা পরিচিত ছাঁচে চলে গেছে।

Advertisment

Seema Biswas Exclusive: 'আমি ভাষা নিয়ে বড্ড স্ট্রাগল করি..', রক্তবীজ ২ রিলিজের আগেই এক্সক্লুসিভ 'ব্যান্ডিট কুইন' সীমা বিশ্বাস

অভিনয়ে ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং কিংবা তরুণ অভিনেতারা ভালো কাজ করেছেন। তবে আরশাদ ওয়ার্সির গফুর ভাই চরিত্রের নেতৃত্বে কিছু অপ্রয়োজনীয় সাবপ্লট বিরক্তির জন্ম দিয়েছি। এর সঙ্গে যোগ হয়েছে প্রচলিত ক্লিশে—অসুস্থ বাবা, কাঁদতে থাকা মা, বন্ধুত্ব, সহায়ককারী কাকা এবং শেষদিকে ‘DDLJ’-স্টাইল সমাপ্তি।

সব মিলিয়ে, সিরিজটি কোথাও যেন বিভ্রান্ত- এটা কি ব্যঙ্গ করছে, না কেবল বলিউডের পরিচিত ভালো-খারাপ কাহিনির আরেক রূপ? সেটা বুঝতে অসুবিধা হতে পারে। শাহরুখের ক্যামিও আনন্দ দেয়, তবে তা নতুন কিছু নয়। তুলনায়, ফারাহ খানের ওম শান্তি ওম–এর গেস্ট-স্টার গান বা জোয়া আখতারের লাক বাই চান্স এখনও অনেক বেশি প্রাণবন্ত, তীক্ষ্ণ ও স্মরণীয়। 

অভিনয়ে: লক্ষ্য, সহের ভাম্বা, রাঘব জুয়াল, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, আনিয়া সিং, মনীশ প্রকাশ চৌধরী, রজত বেদিত, গৌতমী কাপুর
পরিচালক: আরিয়ান খান
বলিউডের রেটিং: ২.৫

bollywood Aryan khan