মুম্বইয়ের প্রমোদতরী (Mumbai Drug Case) মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB)। বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতে শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের মামলার শুনানিতে এনসিবি জানায়, আরিয়ান প্রথমবার মাদক নেননি। তিনি রীতিমতো মাদকাসক্ত।
হলফনামায় এনসিবি আদালতকে জানিয়েছে, আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে শাহরুখ-পুত্রের। বিদেশে অর্থের বিনিময়ে মাদকের লেনদেন হয়েছে কি না সেই তদন্ত চলছে। তাই এদিন এনসিবি আরিয়ানের জামিনের বিরোধিতা করে। যদিও আরিয়ানের আইনজীবীর বক্তব্য, বেআইনি মাদকচক্রের সঙ্গে আরিয়ানের যোগ ভিত্তিহীন দাবি।
আরিয়ানের আইনজীবীর আবেদন, তাঁর মক্কেলের কাছ থেকে কোনও মাদক বাজেয়াপ্ত হয়নি। তাও তদন্তের নামে তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছে। আদালত যেন মানবিক দিক থেকে আরিয়ানের পরিস্থিতি বিবেচনা করে। তবে এনসিবির দাবি, বয়স অল্প বলেই ছাড় পাবে এমনটা ঠিক নয়। কারণ, মাদক এখন অল্পবয়সী, কলেজ পড়ুয়াদের উপর গভীর প্রভাব ফেলছে। এরা আমাদের ভবিষ্যৎ, গোটা দেশ এই প্রজন্মের উপর ভরসা করে আছে। বয়স অল্প বলেই জামিন দিতে হবে এটা মানা যায় না।
আরও পড়ুন মাদক চক্রের সঙ্গে আরিয়ানের যোগাযোগ আছে, কোর্টকে জানাল এনসিবি
গতকালও আরিয়ানের হোয়াটসঅ্যাপ দেখিয়ে এনসিবি দাবি করে, শাহরুখ-পুত্রের সঙ্গে মাদকচক্রের যোগ রয়েছে। এদিন বিশেষ আদালতের বিচারক ভি ভি পাটিল এনসিবি-কে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাতে বলেন। বিচারক সেই চ্যাট পরীক্ষা করে দেখেন। এনসিবির সাফ দাবি, এটা একটা মাদক সংক্রান্ত ষড়যন্ত্রের মামলা। তাই এই মামলায় জামিনের সময় আসেনি। পরে সে নিয়ে ভাবা যেতে পারে বলে মত এনসিবির।
উল্লেখ্য, গত ১০ দিন আগে আরিয়ান এবং তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট (Arbaaz Merchant) এবং মডেল মুনমুন ধামেচাকে (Munmun Dhamecha) মাদক কাণ্ডে গ্রেফতার করে এনসিবি। গতকাল আরিয়ানের জামিনের আবেদনের শুনানি স্থগিত করা হয়। আজ, বৃহস্পতিবার ফের হয় শুনানি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন