scorecardresearch

বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাচে মত্ত শাহরুখ-পুত্র! ‘শেহজাদা’ আরিয়ানের এই বান্ধবীকে চেনেন?

কোন বাঙালি অভিনেত্রীতে মন মজেছে আরিয়ান খানের?

Aryan Khan, Aryan Khan news, Aryan Khan friends, Nyra banerjee, Nyra banerjee Aryan Khan, SRK, Shah Rukh Khan, শাহরুখ খান, শাহরুখ-পুত্র, আরিয়ান খান, নায়রা বন্দ্যোপাধ্যায়, নায়রা আরিয়ান, বলিউডের খবর
বাঙালি অভিনেত্রীর সঙ্গে পার্টি আরিয়ান খানের

মাদককাণ্ডের পর থেকেই লাইমলাইটে থাকতে খুব একটা পছন্দ করেন না আরিয়ান খান। ভিড়-ভাট্টা এড়িয়েই চলেন সাধারণত। তবে মুম্বইয়ের নাইট লাইফে মাঝেমধ্যেই দেখা যায় মন্নতের ‘শেহজাদা’কে। বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করেন। তবে পাপ্পারাজিদের ক্যামেরা দেখলেই শতহস্ত দূরে! এবার সেই আরিয়ান খানকেই দেখা গেল এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে। ডিস্কের নিয়ন আলোয় নাচে মত্ত! যে ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল।

বলিউডের ‘শেহজাদা’ কিনা বঙ্গকন্যাতে মজেছেন? এমন কৌতূহল সর্বত্র। আর সেই বাঙালি অভিনেত্রীই এখন খবরের শিরোনামে আরিয়ানে সঙ্গে সময় কাটিয়ে। কে তিনি? নায়রা বন্দ্যোপাধ্যায়। আসল নাম মধুরিমা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায় বেশ জনপ্রিয় তিনি। আবার বড়পর্দাতেও একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

বলিউডের পাশাপাশি নায়রা তেলুগু, মালায়লম, কন্নড়ের মতো একাধিক দক্ষিণী ভাষার সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘টস: আ ফ্লিপ অফ ডেস্টিনি’, ‘কামাল ধামাল মালামাল’-এও দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রবাসী সেই বঙ্গকন্যাই শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে ডিস্কে পার্টি করে রাতারাতি খবরের শিরোনামে। আরিয়ান খানের সঙ্গে গলা জড়িয়ে ছবি দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন নায়রা।

[আরও পড়ুন: মুখে নোংরা, অশ্রাব্য ভাষা..! চ্যানেল থেকে ‘ব্যান’ হন কপিল শর্মা]

সেই রাতের ছবি শেয়ার করে নায়রা বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।..” উল্লেখ্য, ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসার কথা ঘোষণা করেন আরিয়ান। এদিকে শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি তাঁর পরিচালিত কাজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। অতঃপর আরিয়ানের মতো বন্ধু থাকা যে নায়রার কেরিয়ারের ক্ষেত্রে বেশ লাভজনক, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, নায়রা শৈশবে মায়ের কাছেইগানের তালিম নেন। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি গজল ঘরানার গানও শিখেছেন। বাচ্চাদের জন্য লেখা বহু গান রেকর্ড করেছেন নায়রা। আইনে স্নাতকও। অভিনয়ের ইচ্ছে প্রথমটায় না থাকলেও পরে নানা পটেকর, পরেশ রাওয়াল, ওম পুরী, শ্রেয়স তলপাড়ের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন নায়রা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Aryan khan spotted with bengali actress nyra banerjee