/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/aryan.jpg)
আরিয়ান খান, সুহানা খান
IPL সিজন নিয়ে চর্চা তুঙ্গে। প্রতিবারের মতো কোন প্লেয়ারকে কোন টিম কত কোটিতে কিনলেন, সেই কৌতূহলে উত্তেজনার পারদ চড়ছে। তার মাঝেই কেকেআর (Kolkata Knight Riders)-এর হয়ে নিলামে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। মাদককাণ্ড অতীত। বোন সুহানাকে (Suhana Khan) নিয়ে আইপিএলের নিলামী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি। তবে তার আগে অবশ্য মোটা অঙ্কের টাকা দিয়ে শ্রেয়স আইয়ারের কাছে 'ক্র্যাশ কোর্স' করে ফেলেছেন দুই ভাইবোন।
প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসের গোড়ার দিকে মুম্বই প্রমোদতরীর মাদককাণ্ডে (Aryan Khan Drug Case) জড়িয়েছিলেন আরিয়ান খান। জিজ্ঞাসাবাদের জন্য জেলেও থাকতে হয়েছিল এক মাস। প্রতি শুক্রবার হাজিরা দিতে হত মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে। সমালোচনা-কটাক্ষের শিকার হয়েছিলেন শাহরুখ নিজেও। তবে সেসব এখন অতীত। মাদককাণ্ডের পর মাস তিনেক গড়াতেই স্বমহিমায় ধরা দিলেন শাহরুখ-পুত্র। শনিবার বোন সুহানা খানের সঙ্গেও নিলামে দেখা গেল আরিয়ানকেও। কেকেআর টিমের সোশ্যাল মিডিয়ার তরফেই ভাইরাল হয়েছে আরিয়ান-সুহানার ছবি।
Prince #AryanKhan is back in #IPLAuction 🔥 pic.twitter.com/twT6EUH5eQ
— SRK Universe (@Srkians_77) February 11, 2022
<আরও পড়ুন: ‘পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন?’, প্রশ্ন তুললেন সোনম কাপুর>
প্রাক-নিলামী অনুষ্ঠানেও হাজির ছিলেন দুই ভাইবোন। উল্লেখ্য, গতকালই প্রীতি জিন্টা জানিয়েছেন, খুদে সন্তানকে ছেড়ে এবছর আইপিএলের অকশানে হাজির থাকতে পারবেন না নতুন মা। শাহরুখও (Shah Rukh Khan) ব্যস্ত নতুন সিনেমার শুটিংয়ে। তাই আইপিএলের অকশানের দায়িত্ব পড়েছে সুহানা-আরিয়ানের কাঁধে। আরিয়ান অবশ্য বছর দুয়েক আগে থেকেই নিলামী অনুষ্ঠানে থাকেন বাবার সঙ্গে। তবে এবার কিং খান সিনেমার কাজে ব্যস্ত থাকায় তিনিই মূল দায়িত্ব সামলাচ্ছেন। পাশে অবশ্য বোনও রয়েছে।
A crash course in #IPLAuction strategies from the CEO to our Gen-Next ⏭@VenkyMysore#AryanKhan#SuhanaKhan#JahnaviMehta#GalaxyOfKnightspic.twitter.com/WqWNuzhpJt
— KolkataKnightRiders (@KKRiders) February 12, 2022
অন্যদিকে, শ্রেয়স আইয়ারের সঙ্গে কেকেআর-এর ১২.২৫ কোটি টাকার চুক্তি হয়েছে বলে শোনা যাচ্ছে। নিলামে হাজির হওয়ার আগে তাঁর কাছ থেকেই অকশানের আট-ঘাট সব স্ট্র্যাটেজি শিখে নিয়েছেন সুহানা ও আরিয়ান। কেকেআর-এর অন্যতম মালকিন জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহেতাও অবশ্য রয়েছেন তাঁদের সঙ্গে। টিমের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের পেজেই দেখা গেল আরিয়ান-সুহানার সঙ্গে মন দিয়ে নিলামের স্ট্র্যাটেজির পাঠ নিচ্ছেন জাহ্নবী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন