Advertisment
Presenting Partner
Desktop GIF

'পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন?', প্রশ্ন তুললেন সোনম কাপুর

কর্ণাটকের হিজাব বিতর্কের রেশ ছড়িয়েছে গোটা দেশে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonam Kapoor, Karnataka Hijab row, সোনম কাপুর, হিজাব-কাণ্ড, কর্ণাটকের হিজাব বিতর্ক, bengali news today

সোনম কাপুর

কর্ণাটকের হিজাব বিতর্কের ( Karnataka Hijab Row) রেশ ছড়িয়েছে গোটা দেশে। বিনোদুনিয়ার তারকারাও মুখ খুলেছেন এপ্রসঙ্গে। দিন কয়েক আগেই প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতার। সদ্য হিজাব-কাণ্ড নিয়ে প্রকাশ্যেই তরজায় জড়িয়েছেন দুই অভিনেত্রী- কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও শাবানা আজমী (Shabana Azmi)। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সোনম কাপুর (Sonam Kapoor)।

Advertisment

সপাট প্রশ্ন তুললেন, শিক্ষাঙ্গণে পাগড়ি পরার চয়েস থাকলে, হিজাবে নয় কেন? অভিনেত্রী নিজের ইনস্টা-স্টোরিতে পাশাপাশি দুটি ছবি দিয়েছেন। একটিতে পাগড়ি পরা এক শিখ ভদ্রলোককে দেখা গেল, অপরটায় হিজাব পরিহিতা এক মহিলার ছবি। আর সেই ছবি শেয়ার করেই সোনম প্রশ্ন তুললেন, পাগড়ি পরার অনুমতি থাকলে হিজাবে না কেন?

publive-image

<আরও পড়ুন: ‘অনেক আগেই রণবীরের সঙ্গে বিয়ে করে ফেলেছি…’, ফাঁস করলেন আলিয়া>

প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের উদুপির এক সরকারি শিক্ষাঙ্গনে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস না করতে দেওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই নিয়ে দফায় দফায় অশান্তির সূত্রপাত। কোথাও পাথর ছোঁড়াছুড়ির মতো ঘটনা ঘটে, আবার কোথাও বা লাঠিচার্জ হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে, যার জেরে তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্ণাটক (Karnataka) হাই কোর্ট। দক্ষিণী রাজ্যের হিজাব বিতর্কের বিরুদ্ধে কমল হাসান (Kamal Haasan) বলেছিলেন, “বিভাজনের বিষ পুঁতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের মধ্যে। কণার্টকে যা হচ্ছে, তা যেন তামিলনাড়ুতে (Tamil Nadu) না ঘটে।”

ওদিকে প্রতিবাদ করে জাভেদ আখতার বলেন, "আমি কোনওদিনই হিজাব বা বোরখার পক্ষে ছিলাম না। এখনও নই। তবে তার পাশাপাশি মেয়েদের যাঁরা ভয় দেখাচ্ছেন, সেসমস্ত কট্টরপন্থীদের জন্য অবজ্ঞা ছাড়া আমার কিছু আসছে না। এটাই কি তাঁদের পুরুষত্ব? কী দুর্ভাগ্যজনক।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

karnataka Hijab row sonam kapoor bollywood Entertainment News
Advertisment