Ashish Kapoor: বলপূর্বক হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেতার জামিন, তারপরেই মুখ খুললেন আশিস

ashish kapoor delhi: কিছুদিন আগে, তাঁকে জামিন দিয়েছে দিল্লির তিস হাজারি আদালত। আদালতের সিদ্ধান্তের পর অভিনেতা প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন

ashish kapoor delhi: কিছুদিন আগে, তাঁকে জামিন দিয়েছে দিল্লির তিস হাজারি আদালত। আদালতের সিদ্ধান্তের পর অভিনেতা প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ashish-kapoor-news-2025-09-04-10-44-42

যা বললেন অভিনেতা...

গত মাসে দিল্লিতে এক হাউস পার্টিতে এক মহিলাকে বলপূর্বক হেনস্থার অভিযোগে, গ্রেপ্তার হন টেলিভিশন অভিনেতা আশিস কাপুর। কিছুদিন আগে, তাঁকে জামিন দিয়েছে দিল্লির তিস হাজারি আদালত। আদালতের সিদ্ধান্তের পর অভিনেতা প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন এবং সেই ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করলেন।

Advertisment

ইনস্টাগ্রাম স্টোরিতে আশিস লেখেন, “সাম্প্রতিক ঘটনাগুলির পর আমি গভীর স্বস্তি এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এই অভিজ্ঞতা আমাদের গণতন্ত্রের শক্তি এবং সংবিধানের নীতিগুলির গুরুত্ব মনে করিয়ে দিয়েছে।”

Malaika Arora: পোশাক হোক বা সম্পর্ক, কেন এত বিতর্কে মালাইকা? বাঁচার উপায় বাতলে দিলেন নিজেই

Advertisment

তিনি দেশের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন। বিশ্বাস রেখেছিলেন সত্যের জয় হবেই। আরও বললেন, “আইনের প্রতি আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। প্রত্যেকের অধ্যবসায় ন্যায়বিচার নিশ্চিত করেছে এবং সত্যকে প্রকাশ্যে এনেছে। এটি প্রমাণ করে যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।”

এই কঠিন সময়ে পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা। তিনি লেখেন, “যারা এই সময়ে আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় যে আইনি কাঠামো কাজ করছে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

এর আগে, গত ১০ সেপ্টেম্বর অতিরিক্ত দায়রা বিচারক (এএসজে) ভূপিন্দর সিং আশিস কাপুরকে ১ লক্ষ টাকার জামিন বন্ড ও সমপরিমাণের এক জামিনদারের শর্তে মুক্তি দেন। আদালত আইনজীবীদের যুক্তি, রেকর্ডে থাকা উপাদান, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে অভিযুক্তের উপস্থিতি নেই-এসব বিবেচনা করেই জামিন মঞ্জুর করে। 

bollywood Bollywood Actor Entertainment News Today