/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ashish.jpg)
স্ত্রী রুপালির সঙ্গে ভ্রমণে আশিস
প্যার কিয়া তো ডারনা ক্যা...? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেই প্রমাণ করেছেন আশিস। তারপর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। তবে, সবকিছুকে বুড়ো আঙুল!
বিয়ের পর বেশকিছুদিন শান্তির শ্বাস নিতে না পারলেও এবার মিয়া বিবি মিলে পাড়ি দিয়েছেন দূরে কোথাও। হানিমুনে চুটিয়ে মজা করছেন আশিস এবং তাঁর স্ত্রী রূপালী বড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন নিজেই। ঝলক দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকতের কোথাও গিয়েছেন তাঁরা। তবে, দেদার মজায় রয়েছেন নব দম্পতি।
জীবনের এক অনন্য সময় কাটাচ্ছেন তাঁরা। ছবি আপলোড করেই লিখলেন, "আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের এত ভালবাসা দিলেন, শুভেচ্ছা জানিয়েছেন।" অভিনেতার পোস্ট দেখেই মন ভাল হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের। কেউ বললেন, আপনাদের দেখেও ভাল লাগছে। আবার কেউ বললেন, সুন্দর! একসঙ্গে ভাল থাকুন।
আরও পড়ুন < ‘আর বিলম্ব নয়!’ মা হতে চলেছেন ইমন চক্রবর্তী? খবর চাউর হতেই শিল্পী বললেন… >
উল্লেখ্য, ৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন তিনি। তারপর থেকেই বুড়ো বয়সে শখ কম নয়, কিংবা ভিমরতির মত বিশেষণ শুনতে হয়েছে তাঁকে। জানতে চেয়েছিলেন, একজন মানুষ কি অসুখী মরে যাবে? আবার কেউ কেউ তো ছেলের হয়েও গলা ফাটিয়েছিলেন। এতবড় ছেলে বাবার বিয়ে দেখছে! কিন্তু কোনও ভুলকথাতেই কর্ণপাত নয়, বরং নিজের গতিতে এগিয়ে চলেছেন তিনি।