Advertisment

পাশাপাশি হাতে-হাত, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমায় 'বিভোর' আশিস বিদ্যার্থী

বাঁকা চোখকে বুড়ো আঙুল, কোথায় ঘুরতে গেলেন আশিস?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে, আশিসের বিয়ের নিয়ে বিতর্ক, ashish vidyarthi wedding controversy, Ashish Vidyarthi, Rupali Barua, Ashish Vidyarthi wedding, Bollywood, Bollywood actors, Veteran actors marriage, Ashish Vidyarthi second wedding, Ashish Vidyarthi news, Ashish Vidyarthi update news, Ashish Vidyarthi trolls, Ashish Vidyarthi death threats, Ashish Vidyarthi controversy, আশিস বিদ্যার্থী, আশিস বিদ্যার্থীর বিয়ে, আজকের খবর, আজকের বিনোদনের খবর, বিনোদন, indian express entertainment news, latest bollywood news, today news update

স্ত্রী রুপালির সঙ্গে ভ্রমণে আশিস

প্যার কিয়া তো ডারনা ক্যা...? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেই প্রমাণ করেছেন আশিস। তারপর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। তবে, সবকিছুকে বুড়ো আঙুল!

Advertisment

বিয়ের পর বেশকিছুদিন শান্তির শ্বাস নিতে না পারলেও এবার মিয়া বিবি মিলে পাড়ি দিয়েছেন দূরে কোথাও। হানিমুনে চুটিয়ে মজা করছেন আশিস এবং তাঁর স্ত্রী রূপালী বড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন নিজেই। ঝলক দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকতের কোথাও গিয়েছেন তাঁরা। তবে, দেদার মজায় রয়েছেন নব দম্পতি।

জীবনের এক অনন্য সময় কাটাচ্ছেন তাঁরা। ছবি আপলোড করেই লিখলেন, "আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের এত ভালবাসা দিলেন, শুভেচ্ছা জানিয়েছেন।" অভিনেতার পোস্ট দেখেই মন ভাল হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের। কেউ বললেন, আপনাদের দেখেও ভাল লাগছে। আবার কেউ বললেন, সুন্দর! একসঙ্গে ভাল থাকুন।

আরও পড়ুন < ‘আর বিলম্ব নয়!’ মা হতে চলেছেন ইমন চক্রবর্তী? খবর চাউর হতেই শিল্পী বললেন… >

উল্লেখ্য, ৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন তিনি। তারপর থেকেই বুড়ো বয়সে শখ কম নয়, কিংবা ভিমরতির মত বিশেষণ শুনতে হয়েছে তাঁকে। জানতে চেয়েছিলেন, একজন মানুষ কি অসুখী মরে যাবে? আবার কেউ কেউ তো ছেলের হয়েও গলা ফাটিয়েছিলেন। এতবড় ছেলে বাবার বিয়ে দেখছে! কিন্তু কোনও ভুলকথাতেই কর্ণপাত নয়, বরং নিজের গতিতে এগিয়ে চলেছেন তিনি।

bollywood Ashish Vidyarthi Entertainment News
Advertisment