গতকাল দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসেন আশীষ বিদ্যার্থী। ৬০ বছর বয়সে অভিনেতার বিয়ে দেখে অনেকেই গুজগুজ ফিসফিস করছেন। তবে, তাঁর প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়া? তাঁর কী মতামত? তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। তবে, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট বলছে মন একেবারেই ভাল নেই তাঁর।
দুজনের বেশ অনেকদিনের দাম্পত্য জীবন। এক ছেলেও রয়েছে। তবে, প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে মন থেকে মেনে নিতে পারেন নি তিনি। তাই তো, সোশ্যাল মিডিয়ায় কলম ধরেছেন। লিখলেন, “যে মানুষেরা তোমার কাছের তাঁরা কখনোই এমন কাজ করবে না যাতে তোমার খারাপ লাগে। কখনও জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমাদের মূল্য ঠিক কতটা। আজ সমস্ত দুর্ভাবনা এবং সন্দেহ দুর হয়েছে। ধন্দ্ব কেটে গিয়ে সবকিছু আজ স্পষ্ট! জীবনে শান্তি এবং স্থিতি ফিরে আসুক।”
আরও পড়ুন [ আলিয়ার বাবার চরিত্রে টোটা রায় চৌধুরী? ‘ক্রমশ প্রকাশ্য’! বলছেন করণ জোহরের Mr. চট্টোপাধ্যায় ]
আসামের মেয়ে রূপালীর সঙ্গেই বিয়ে করেছেন আশীষ। তারপর থেকে সপ্তম আকাশে অভিনেতা। খুব কাছের মানুষদের সঙ্গে নিয়েই শুভ কাজ সেরেছেন। ছেলে অর্থর নাকি সায় রয়েছে বাবার দ্বিতীয় বিয়েতে। আইনিভাবে বিয়ে সেরেছেন, তাঁর সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজনও ছিল। তবে, অভিনেত্রীর কথায় আক্ষেপের সুর। বিচ্ছেদ হলেও এসবকিছু যেন মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। তাই তো, সবশেষে এও বললেন… “জীবন নামের গোলক ধাঁধায় হারিয়ে যেয়ো না।”
রূপালীর পরনে সাদা রঙের মেখলা, সামান্য সাজ… বিহুও নেচেছেন তিনি। কলকাতার সঙ্গে গভীর যোগ। সেইভাবেই কি আলাপ? যদিও সেই প্রসঙ্গে এখনও কিছু খোলসা করেন নি। তবে, বিয়ে করে বেজায় সুখী তিনি।