scorecardresearch

আলিয়ার বাবার চরিত্রে টোটা রায় চৌধুরী? ‘ক্রমশ প্রকাশ্য’! বলছেন করণ জোহরের Mr. চট্টোপাধ্যায়

ফের বাঙালি মেয়ের চরিত্রে আলিয়া, চট্টোপাধ্যায় বাড়ির ঝলক মিলতেই তোলপাড়

karan johar, alia bhatt, ranveer singh, alia-ranbir, alia bhatt movies, alia movies bollywood, alia bhatt update, karan johar update, karan johar news, alia bhatt news, alia bhatt news, ranveer singh news, ranveer singh update, আলিয়া ভাট, করণ জোহর, রনবীর সিং, টোটা রায় চৌধুরী, tota roy choudhury, tota roy choudhury in karan johar film,tota roy choudhury news, tolly news, indian express entertainment news, express entertainment news, entertainment news today

সকাল হতেই প্রকাশ্যে এসেছে ‘রকি আউর রানি কি প্রেম কাহিনীর’ পোস্টার। আর সেখানেই দেখা গিয়েছে বাংলার দুই জনপ্রিয় অভিনেতাকে। টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। ছবিতে আলিয়া রয়েছেন বাঙালি মেয়ের চরিত্রে। চট্টোপাধ্যায় পরিবারের অংশ তিনি।

একদিকে বাঙালি পরিবার, অন্যদিকে রানধাওয়ারা। একসঙ্গে কাজ করেছেন জয়া বচ্চন থেকে ধর্মেন্দ্র এবং শাবানা আজমিরা। সেখানেই আলিয়ার পরিবারের সদস্য হিসেবে রয়েছেন টোটা। আলিয়ার বাবার চরিত্রে কি দেখা যেতে চলেছে তাঁকে? যদিও সেই বিষয় পরিষ্কার নয়। তবে, এই ছবিতে কাজ করেই নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তিনি।

কোন চরিত্রে রয়েছেন টোটা সেই বিষয়ে কিছুই জানান নি। তাঁর কথায়, সবটাই ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই ছবিতে কাজ করতে পেরে ঠিক কতটা ধন্য সেকথা জানিয়েছেন নিজেই। কী লিখলেন তিনি? “স্বপ্নেও ভাবিনি যে করণ জোহরের ছবিতে কাজ করার সুযোগ পাবো। তাও আবার ধর্মেন্দ্রজি, জয়াজি ও শাবানাজির মত কিংবদন্তী শিল্পীদের সঙ্গে। এবং একালের দুই সুপারস্টার আলিয়া ও রণবীর এর পাশে। ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের ভালোবাসায় স্বপ্নপূরণ হলো। ২৮শে জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। একটি অনুরোধ; সম্ভব হলে প্রেক্ষাগৃহে দেখবেন। ধন্যবাদ।”

আরও পড়ুন [ ‘আমিই পারলাম না কোনওদিন…’, তিনবছর বয়সেই নিখুঁত শঙ্খ বাজাচ্ছেন ইউভান! অবাক মা শুভশ্রী ]

আরও পড়ুন [ ‘কেন সাইন করেন ওর ছবি?’ ‘রকি আউর রানির’ পোস্টার আসতেই চুরির অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে! ]

বর্ষীয়ান জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করা যেন স্বপ্নপূরণ টোটার কাছে। দীর্ঘদিন অভিনয় করছেন সিরিয়ালে। সিনেমাতেও জনপ্রিয় তিনি। শেষ তাঁকে ফেলুদা হিসেবে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের সিরিজে। তবে, এবার ছয় ছক্কা! সোজা বলিউডে তারপর আবার এহেন স্টারকাস্ট।

উল্লেখ্য, এর আগেও ব্রহ্মাস্ত্র ছবিতে ইশা চট্টোপাধ্যায় হিসেবে কাজ করেছেন আলিয়া। এবার ফের এক বাঙালি চরিত্র। বঙ্গ তনয়া হিসেবে নিজেকে কতটা তুলে ধরতে পারেন সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tota roy chowdhury said work with karan johar and cast is a dream