/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/panga-759.jpg)
অশ্বিনী আইয়ার তাঁর পরের ছবি 'পাঙ্গা' করছেন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে
পরিচালক অশ্বিনী তিওয়ারি তাঁর পরবর্তী ছবি পাঙ্গার জন্য জুটি বাঁধছেন কঙ্কনা রানাওয়াতের সঙ্গে। এক নিউ এজ পরিবার, যে পরিবার আবহমান প্রথাকে চ্যালেঞ্জ জানাতে পারে, স্বপ্ন দেখার সাহস করতে পারে। যে পরিবারের সদস্যরা একসঙ্গে কাঁদতে পারেন, একসঙ্গে হাসতে পারেন, এবং একই সঙ্গে স্বপ্ন দেখতে পারেন, তাঁদের পক্ষে যে কিছুই অসম্ভব নয়, এ ছবি সেই বার্তাই বহন করে, এটাই 'পাঙ্গার' কাহিনি। তবে ছবি শুরুর আগেই গুজব, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাকি অযথা হস্তক্ষেপ না করা সংক্রান্ত কোনও শর্তে সই করিয়েছেন পরিচালক।
আরও পড়ুন, স্বরা ভাস্করকে নিয়ে অবমাননাকর টুইট মুছতে বাধ্য হলেন বিবেক অগ্নিহোত্রী
কঙ্গনার সাম্প্রতিক ছবি 'মনিকর্ণিকায়' অভিনেত্রী পরিচালকের চেয়ারে বসার পর থেকেই এই জল্পনা ছড়ায়। এর আগেও বিভিন্ন ছবিতে ('সিমরন', 'রেঙ্গুন') বলিউড কুইনের স্বতঃস্ফূর্ত যোগদানে অনেক রহস্য দানা বেঁধেছিল। তবে এবার এই জল্পনার জবাবে কঙ্কনার দিদি রঙ্গোলীর টুইটকে কাজে লাগালেন অশ্বিনী আইয়ার। রঙ্গোলী টুইট করে লেখেন, "আমার কাছে 'পাঙ্গা' একটি গল্প যা আমি বলতে চাই। ছবিটা আমার মনের ভীষণ কাছের, আর কঙ্গনা সেই চরিত্রটিতে প্রাণ দেবে। সবাইকে অনুরোধ করছি এর থেকে বেশি কিছু ভাববেন না। চারিদিকে যে খবরটা রটছে সেটা ভুল ও ভিত্তিহীন, এটাকে বাড়তে দেবেন না।"
All the people who are belittling and shaming a Young girl for taking difficult time head on should learn lessons of humanity from a woman like @Ashwinyiyer .... Kangana deserves directors like her .... cheers to girls standing for girls ????????????????♥️♥️ pic.twitter.com/ibGoJE24Rt
— Rangoli Chandel (@Rangoli_A) September 11, 2018
ছবিতে কবাডি খেলোয়াড়ের ভূমিকায় কঙ্গনা। কিছুদিন আগেই এই নতুন জার্নি টিম পাঙ্গার সঙ্গে উদযাপন করলেন কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলী। প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পাবে 'পাঙ্গা'।