দেবীপক্ষের আগমন যেখানে 'অসুর'-ও যে সঙ্গে থাকবেন সেটাই তো স্বাভাবিক। তবে এই অসুরের নির্মাতা কিন্তু পরিচালক পাভেল। ঠিকই আন্দাজ করছেন পাভেলের ছবি 'অসুর'। শনিবার মুক্তি পেল 'অসুর'-এর টিজার। আর প্রথম ঝলকেই তাক লাগিয়ে দিয়েছেন জিৎ।
Advertisment
ছকভাঙা পথেই যে এ ছবি এগোবে প্রথম থেকেই তার আভাস মিলেছিল। এদিন ছবির টিজার তাতে শিলমোহর দিল। বলা যায় আগে কখনও এভাবে দেখা যায়নি সুপারস্টারকে। এক্কেবারে ডি-গ্ল্যাম লুকে পর্দায় আসছেন তিনি। কিছুটা অন্যভাবে দেখা যাবে আবির ও নুসরতকেও।
ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। এর আগে জিতের ছবি ‘বাচ্চা শ্বশুর’-এর চিত্রনাট্য লিখেছিলেন পরিচালক। সেই শুরু, তারপরেই জিতের প্রযোজনায় তৈরি করলেন ছবি।
কিগন(জিৎ), বোধি (আবির) ও অদিতি (নুসরত) এই তিনজন বন্ধুর গল্প। কলেজ এই তিনবন্ধুর ভাবনা একে অপরের থেকে আলাদা। কিগন ও অদিতি কলা বিভাগের পড়ুয়া এবং বোধি ইংরাজী সাহিত্যের। পরবর্তীতে বোধি চাকরি করে একটি কোম্পানিতে, অন্যদিকে কিগনের ভালবাসা ছবি আঁকা। ‘অসুর’-এর সঙ্গীতপরিচালনার দায়িত্বে নচিকেতা, অমিত ও ইশান।
কিগন বিশেষ ক্ষমতার অধিকারী। যে সামনের বেশকিছু অশুভ ভাবনা দেখতে পায়। চিরাচরিত সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করে এই ভবিষ্যত বুঝতে পারার বিষয়টাই। কিন্তু সে অসুর কেন? কেনই বা এত সমস্যা তাকে ঘিরে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবারের শীতে।