Sharmila Tagore-Simi Garewal: 'আমি আর সিমিই শুধু বেঁচে আছি', কানে 'অরণ্যের দিনরাত্রি'-র প্রিমিয়ারে সোনালি স্মৃতি উসকে নস্ট্যালজিক শর্মিলা

Sharmila Tagore-Simi Garewal At cannes: কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি। মঞ্চে তখন উপস্থিত সিনেমার অন্যতম দুই কান্ডারি শর্মিলা ঠাকুর ও সিমি গেরেওয়াল। স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করলেন স্বনামধন্য দুই তারকা। শর্মিলা ঠাকুর কিছুটা দুঃখমিশ্রিত কণ্ঠে বললেন, 'আমি আর সিমিই শুধু বেঁচে আছি।

Sharmila Tagore-Simi Garewal At cannes: কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি। মঞ্চে তখন উপস্থিত সিনেমার অন্যতম দুই কান্ডারি শর্মিলা ঠাকুর ও সিমি গেরেওয়াল। স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করলেন স্বনামধন্য দুই তারকা। শর্মিলা ঠাকুর কিছুটা দুঃখমিশ্রিত কণ্ঠে বললেন, 'আমি আর সিমিই শুধু বেঁচে আছি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ক্লাসিক সেকশনে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি

কানের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি

Aranyer Din Ratri Cannes premiere: বাঙালির আবেগ বেষ্টনি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ! কিংবদন্তী বঙ্গললনা শর্মিলা ঠাকুর ও সিমি গেরওয়ালের উপস্থিতিতে সত্যজিৎ রায়ের নস্ট্যালজিয়ায় ভাসল গোটা বিশ্ব। সৌজন্যে অরণ্যের দিনরাত্রির প্রিমিয়ার। কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক সেকশনে প্রদর্শিত হল সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি। মঞ্চে তখন উপস্থিত সিনেমার অন্যতম দুই কান্ডারি শর্মিলা ঠাকুর ও সিমি গেরেওয়াল। স্বর্ণযুগের স্মৃতি রোমন্থন করলেন স্বনামধন্য দুই তারকা। শর্মিলা ঠাকুর কিছুটা দুঃখমিশ্রিত কণ্ঠে বললেন, 'আমি আর সিমিই শুধু বেঁচে আছি। বাকিরা প্রত্যেকেই গত হয়েছেন।' তাঁদের মধ্যে ছিলেন সুদর্শন সৌমিত্র চট্টোপাধ্যায়। মোটা কালো ফ্রেমের চশমায় স্টাইল স্টেটমেন্টের এক অন্যতম দৃষ্টান্ত রেখে গিয়েছেন।'

Advertisment

প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়ের ভাবনাশৈলিতে তৈরি কালজয়ী ছবি অরণ্যের দিনরাত্রি মার্টিন স্করসেসির ফিল্ম ফাউন্ডেশন এবং শিবেন্দ্র সিং দুঙ্গারপুরের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সহায়তায় আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। দীর্ঘ ছ'বছরের প্রচেষ্টার পর ২০২৫-এর কান চলচ্চিত্র উৎসবে অরণ্যের দিনরাত্রি প্রিমিয়ার সম্ভব হয়েছে। ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে সাব টাইটেলও। কানের মঞ্চ থেকে সিমি বলেন, 'আজ থেকে ঠিক ৫৬ বছর আগে আমরা সকলে জঙ্গলে ছিলাম। সেখানে বিদ্যুৎ, শৌচালয়, যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন এসব কিছুই ছিল না।' সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিতে একজন আদিবাসী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন সিমি গেরেওয়াল। 

Advertisment

তিনি আরও যোগ করেন, 'কোনও কিছুর অভাব কিন্তু আমরা অনুভব করিনি। কারণ প্রত্যেকেই ভীষণ আনন্দের সঙ্গে উচ্ছ্বাসার সঙ্গে কাজ করছিলাম। সত্যজিৎ রায়ের মতো একজন কিংবদন্তী পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে।' ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি। কানের মঞ্চে দীর্ঘ ৫৫ বছর পর শর্মিলা-সিমির রিইউনিয়েনের মুহূর্তে জিয়া নস্ট্যাল আম বাঙালি। 

ছবি প্রদর্শন শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ১৩ মিনিটে। এর পরের ১১৫ মিনিট শুধুই মুগ্ধতার, গর্বের ও আনন্দের। সত্যজিৎ রায়ের ভাবনায় 'অরণ্যের দিনরাত্রি'-তে উঠে এসেছিল শ্রেণি সচেতনতা, বাঙালি পুরুষের স্বার্থপরতা, ছয়ের দশকে নারী-পুরুষ সম্পর্ক, আদিবাসীদের প্রতি শহুরে মানুষের উন্নাসিকতার মতো বিভিন্ন দিক। রবি ঘোষের সেই অনবদ্য হাস্যরসে মাঝেমাঝেই উদ্বেলিত প্রেক্ষাগৃহ। চার বন্ধুর পারস্পরিক সম্পর্ক আর শর্মিলা ঠাকুরের ব্যক্তিত্বের রহস্যময়তা চেটেপুটে উপভোগ করলেন দর্শকেরা। পেলেন ঝকঝকে ছবির সঙ্গে লেখা সাবটাইটেল যা প্রতিটি দর্শকের বোধগম্য।

আরও পড়ুন ১৪ বছরে সত্যজিত রায়ের ছবিতে আত্মপ্রকাশ, প্রথম পারিশ্রমিক কত ছিল? কী কিনেছিলেন শর্মিলা?

satyajit ray Cannes Film Festival Sharmila Tagore