Raja Mitra: 'হঠাৎ দেখি রাজা দা দর্শকদের মধ‍্যে এসে বসলেন', জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের প্রয়াণে স্মৃতিচারণায় অতনু ঘোষ

Raja Mitra Death : বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত পরিচালক অতনু ঘোষ।

Raja Mitra Death : বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত পরিচালক অতনু ঘোষ।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
'হঠাৎ দেখি রাজা দা দর্শকদের মধ‍্যে এসে বসলেন'

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের প্রয়াণে স্মৃতিচারণায় অতনু ঘোষ

Raja Mitra And Atanu Ghosh: মাত্র চার মাসের ব্যবধানে চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন। গত ২০ অগাস্ট জীবনাবসান হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। আর বৃহস্পতিবার শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আরও এক স্বনামধন্য জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা মিত্র। তাঁর প্রয়াণে শোতেক ছায়া সিনেমহলে।

Advertisment

একদিকে যখন হিন্দি ও দক্ষিণী ছবির মাঝে চিরেচ্যাপ্টা বাংলা ছবি সেই সময়ই বাংলা চলচ্চিত্রজগতে আরও এক খারাপ খবর। সমাজমাধ্যমের পেজে রাজা মিত্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছেন পরিচালক অতনু ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে শোকজ্ঞাপন করেছেন ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বরা। প্রয়াত পরিচালক রাজা মিত্রের ছেলে রৌদ্র মিত্র সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

Advertisment

পরিচালক অতনু ঘোষ তাঁর পোস্টে রাজা মিত্রের কালজয়ী ছবির কথা উল্লেখ করে লিখেছেন, 'রাজাদা চলে গেলেন। রাজা মিত্র। যাঁর 'একটি জীবন' বাংলা ছবির ইতিহাসে মাইলফলক। অত‍্যন্ত গুরুত্বপূর্ণ আরও কত কাজ- 'নয়নতারা', 'যতনের জমি', 'বীরভূমের স্ক্রোল পেইন্টার্স' বা 'কালীঘাট পেইন্টিং তথ‍্যচিত্র'। 

প্রয়াত পরিচালক রাজা মিত্রের সঙ্গে তাঁর আলাপ প্রসঙ্গে বলেছেন, 'খুব সম্ভবত দূরদর্শনে প্রথম আলাপ। এমনিতেই আমি জাত মুখচোরা, আর উনি অত নামী মানুষ। তারপর বুঝি বড় পরিচালকের কোনও ভার নেই, দিব‍্যি সহজে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। পরে যখন যেখানে দেখা হয়েছে, অনায়াসে কাঁধে হাত তুলে দিয়েছেন- ওটা দেখলাম। বেশ করেছো, এখন কী ভাবছ?'

রাজা মিত্রের সঙ্গে সাক্ষাৎয়ের সেই সোনালি দিনের কথা স্মরণ করে পরিচালক অতনু ঘোষ আরও লিখেছেন, 'অনেকটা অক্সিজেন পেয়েছি। আমার মত আনকোরার কাজ রাজা মিত্র দেখেছেন, দেখেন? একবার গোর্কি সদনের গৌতমদা (ঘোষ) নতুন টেলিফিল্ম যারা করছেন তাঁদের উৎসাহ দিতে এক সাক্ষাৎকারের আয়োজন করেছেন। আমার সেশন শুরু হওয়ার আগে হঠাৎ দেখি রাজাদা দর্শকদের মধ‍্যে এসে বসলেন'।

সেখানে প্রয়াত পরিচালক রাজা মিত্রের কোন কথায় তাঁর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল অতনু ঘোষের? কেন তাঁর মনে হয়েছিল রাজা মিত্র একজন প্রকৃত শিল্পী? তিনি লিখেছেন,' আমি অবাক, হতবম্ব। ভাবলাম হয়তো কোনও কাজে এসেছেন। ‘না না, তোমার কথা শুনতেই এলাম!’ অকপট, স্পষ্টবাদী। সেদিন বুঝেছিলাম, যিনি প্রকৃত শিল্পী, তিনি কাঁচাদের পাশে দাঁড়ান, রাস্তা দেখান, এগিয়ে দেন…সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা রাজা দা।' 

Bengali Cinema Bengali Film Bengali Film Industry Raja Mitra