Chaalchitro: The Frame Fatale: 'খাদান'-'সন্তান'-এর জাঁতাকলে পিষ্ট চালচিত্র? কী বলছেন পরিচালক অতনু ঘোষ?

Atanu Ghosh On Chaalchitro: প্রতিম. ডি. গুপ্তা চালচিত্র মুক্তির আগে ভেবেছিলেন সন্তান-খাদানের ভিড়ে তাঁর ছবি হারিয়ে যাবে। ফেসবুকে সেই সংক্রান্ত পোস্টও করেন। কিন্তু, ছবি মুক্তির পর কী বলছেন ইন্ডাস্ট্রির নামজাদা পরিচালক অতনু ঘোষ?

Atanu Ghosh On Chaalchitro: প্রতিম. ডি. গুপ্তা চালচিত্র মুক্তির আগে ভেবেছিলেন সন্তান-খাদানের ভিড়ে তাঁর ছবি হারিয়ে যাবে। ফেসবুকে সেই সংক্রান্ত পোস্টও করেন। কিন্তু, ছবি মুক্তির পর কী বলছেন ইন্ডাস্ট্রির নামজাদা পরিচালক অতনু ঘোষ?

author-image
Kasturi Kundu
New Update
'খাদান'-'সন্তান'-এর জাঁতাকলে পিষ্ট চালচিত্র?

'খাদান'-'সন্তান'-এর জাঁতাকলে পিষ্ট চালচিত্র?

Atanu Ghosh Chaalchitro Review: ২০ ডিসেম্বর বড়দিনের মরসুমে বড় পর্দায় মুক্তি পেয়েছে একসঙ্গে চারটি বাংলা ছবি। সেই তালিকায় রয়েছে খাদান, সন্তান, চালচিত্র ও ৫ নং স্বপ্নময় লেন। চারজন পরিচালকের চারটি ভিন্ন স্বাদের ছবি মুক্তি পেয়েছে সিলভার স্ক্রিনে। প্রতিটি ছবিই বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে। খাদান ঝড়ে কাবু দর্শক।

Advertisment

অন্যদিকে রাজের ডেবিউ ফ্যামিলি ড্রামা সন্তানও 'সাকসেস'। মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন-এর টিকিট বিক্রিও বেশ ভাল। বাঙালি দর্শক থ্রিলারের স্বাদ আস্বাদন করতে চালচিত্র দেখতে হলমুখী হচ্ছেন বাংলা ছবির দর্শক। 

চারটি বাংলা ছবির বক্স অফিস লড়াই নিয়ে চিন্তিত এই চার ছবির পরিচালক-প্রযোজক। তবে বাংলা ছবির পাশে দর্শক যেভাবে দাঁড়াচ্ছে তাতে খানিক চিন্তামুক্ত বলাই যায়। প্রতিম.ডি.গুপ্তা পরিচালিত চালচিত্র-এর রিভিউ খুবই ভাল।

Advertisment

সমাজমাধ্যমের পেজে এই ছবির রিভিউ সকলের সঙ্গে ভাগ করে নিলেন ইন্ডাস্ট্রির অপর পরিচালক অতনু ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়। বিভিন্ন বিষয়ের উপর মতামত প্রকাশ করেন। এবার তাঁর অনবদ্য লেখণীতে ফুটে উঠল চালচিত্রের ভাল-মন্দ।

পরিচালকের ভাবনার তারিফ করে অতনু ঘোষ লিখেছেন, 'যেমন আশা করা যায়, চালচিত্রে(Chaalchitro) মানবসাইকের অদ্ভুত উপায়ে হ্যান ইন করে ফর্মুলালিক বাংলা ক্রাইম থ্রিলার টেম্পলেট থেকে দূরে থাকে। এটি আচ্ছন্ন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আন্তঃব্যক্তিগত সম্পর্ক, এবং, সাধারণভাবে, আজকের বিশ্বের সুস্পষ্ট পতন এবং দুর্বলতার উপর জোর দেয়'।

ক্রাফটিং লেভেলে সিনেম্যাটিক ভাষার কিছু সৃজনশীল ব্যবহার আছে। যেমন বর্ণনায় সময় এবং স্থান কী ভাবে বিকল্প হয় বা কী ভাবে চরিত্রগুলি অতীত ঘটনাগুলিকে পুনরায় জীবিত করে তোলে'। চালচিত্র প্রসঙ্গে লিখতে গিয়ে পরিচালকের সংযোজন, 'রেগুলার বাংলা থ্রিলারের এই রকম কুদরতি উপাদান খুব কমই থাকে। প্রতিম.ডি.গুপ্তা এবং ফ্রেন্ডস কমিউনিকেশন উভয়ই ভিড় থেকে দূরে দাঁড়িয়ে এবং একটি অনন্য পথ খোদাই করার জন্য পরিচিত। ইতিমধ্যে এই চলচ্চিত্রটি তাদের  বিখ্যাত টুপিতে আরও একটি পালক যোগ করেছে'।

অতনু ঘোষের প্রশংসা শুনে কমেন্ট বক্সে ধন্যবাদ জানালেন প্রতিম। অন্যদিকে খাদানের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সমাজমাধ্যমের পেজে ভুল-ত্রুটির উল্লেখ করেই সিনেমার প্রশংসা করেছেন পরিচালক।

 

তবে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র সুজন নীল মুখোপাধ্যায়ের জন্য একটি শব্দও খরচ করেননি সৃজিত। এই ঘটনায় খানিক হতাশ নীল। সৃজিতের পোস্টে পালটা লিখেছেন, তাঁর কথা উল্লেখ না করা সৃজিতের ব্যক্তিগত বিষয়। তবে পরিচালকের লেখণীর ভুয়োশি প্রশংসা করে বলেছেন খাদানের জয় হোক।

Bengali Cinema Bengali Film Bengali News Bengali Film Industry